অবশেষে জ্যোতিরাদিত্যের ইস্তফা, তালিকায় আরও ২০! বিপাকে কমলনাথের সরকার

অবশেষে জ্যোতিরাদিত্যের ইস্তফা, তালিকায় আরও ২০! বিপাকে কমলনাথের সরকার

ভোপাল: দীর্ঘ নাটক শেষে কংগ্রেস থেকে ইস্তফা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ আগেই মধ্যপ্রদেশের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন কমলনাথ সরকারের ছ’মন্ত্রী-সহ ২০ বিধায়ক৷ ইস্তফার হিড়িক তৈরি হওয়ায় মধ্যপ্রদেশের শক্তি ধরে রাখতে পারছে না কংগ্রেস৷

মোদি-অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আজ কংগ্রেস সভানেত্রীকে চিঠি পাঠিয়ে দল থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ জানা গিয়েছে, আজ বিকালে দিল্লিতে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি৷ একই সঙ্গে আরও ২০ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন৷ বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার বাবদ জ্যোতিরাদিত্যকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার টিকিট ও কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হতে পারে৷ বদ বদল করা ২০ জন বিধায়কের সামনে রয়েছে কপাল খোলার সুযোগ৷ হাত ছেড়ে গেরুয়া হওয়ার পুরস্কার অপেক্ষা করছে তাঁদের জন্য৷

জানা গিয়েছে, ইস্তফা দেওয়ার পর কংগ্রেস বিধায়করা বেঙ্গালুরু উড়ে যান৷ আপাতত তাঁরা বেঙ্গালুরুর একটি বিলাসবহুল রিসর্টে রয়েছেন বলে খবর৷  সূত্রের খবর, বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি এই কংগ্রেস বিধায়কদের সঙ্গে যোগাযোগ রেখেছেন৷

আগামী ১৬ মার্চ থেকে মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশেন শুরু হতে চলেছে৷ সেই অধিবেশনে অনাস্থা প্রস্তাব আনতে পারে বিজেপি৷ ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের হাতে রয়েছে ১২০ জন বিধায়ক৷ ম্যাজিক ফিগার ১১৬ থেকে মাত্র ৪টি বেশি৷ কংগ্রেসের একার হাতে রয়েছে ১১৪ জন বিধায়ক৷  ফলে, নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের হাতে নেই৷ ১৯-২০ হলেই পড়ে যেতে পারে সরকার৷ বিজেপির বিধায়ক সংখ্যা বর্তমানে ১০৯৷  বিধায়করা বিজেপিতে যোগ দিলে গেরুয়া শিবিরের পক্ষে সরকার গঠনে মোটেই অসুবিধা হবে না বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =