অবশেষে ঘরেই ফিরছেন বেপাত্তা বিধায়করা

কর্ণাটক: মুম্বই থেকে তিন কংগ্রেস বিধায়ক ফিরছেন। এমনই দাবি কর্নাটকের কংগ্রেসের মন্ত্রী জামির আহমেদ খানের। তাঁর কথা, কে ভয় পাচ্ছে? বরং দলত্যাগের ভয়ে বিজেপি তাদের বিধায়কদের নিয়ে আটকে রেখেছে গুরগাঁওয়ের হোটেলে। অন্যদিকে, বিক্ষুব্ধ বিধায়কদের ঠান্ডা করতে শুক্রবার বেঙ্গালুরুতে কগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার দুই নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহারের পর কংগ্রেস-জেডি (এস) জোট সরকারের

অবশেষে ঘরেই ফিরছেন বেপাত্তা বিধায়করা

কর্ণাটক: মুম্বই থেকে তিন কংগ্রেস বিধায়ক ফিরছেন। এমনই দাবি কর্নাটকের কংগ্রেসের মন্ত্রী জামির আহমেদ খানের। তাঁর কথা, কে ভয় পাচ্ছে? বরং দলত্যাগের ভয়ে বিজেপি তাদের বিধায়কদের নিয়ে আটকে রেখেছে গুরগাঁওয়ের হোটেলে। অন্যদিকে, বিক্ষুব্ধ বিধায়কদের ঠান্ডা করতে শুক্রবার বেঙ্গালুরুতে কগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে।

মঙ্গলবার দুই নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহারের পর কংগ্রেস-জেডি (এস) জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায়। বিজেপি এমএলএ কেনাবেচা করে সরকার ভাঙতে চাইছে বলে অভিযোগ জোরালো হয়ে ওঠে। কংগ্রেস সাংসদ এইচ মুনিয়াপ্পা বলেন, যারা চলে গিয়েছেন, সবাইকে আশ্বস্ত করা হচ্ছে। কেউ যেন অসুরক্ষিত মনে না করেন। মন্ত্রিসভার পরবর্তী সম্প্রসারণের সময় তাঁদের কথা ভাবা হবে। মুখ্যমন্ত্রী এইচ কুমারস্বামী অবশ্য নিশ্চিত, তাঁর পিছনে ১২০ জনের সমর্থন রয়েছে। ২২৪ আসনের বিধানসভায় বিজেপির হাতে ১০৪ বিধায়ক। স্পিকার বাদে কংগ্রেসের ৭৯, জেডি (এস)-এর ৩৭, বিএসপি, কেপিজেপি এবং নির্দলের ১টি করে আসন রয়েছে। এদিকে, গুরগাওয়ে যে হোটেল বিজেপির বিধায়কদের রাখা হয়েছে, তার বাইরে যুব কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ দেখান। বিজেপির ১০৪ জন বিধায়ক কেন্দ্রীয় নেতৃত্ব অনুমতি না দেওয়া পর্যন্ত হোটেলেই থাকবেন বলে জানা গিয়েছে। তাঁদের মোবাইল ফোন আলাদা সরিয়ে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + fourteen =