নয়াদিল্লি: দীর্ঘ দিন ধরে চলতে থাকা বিতর্কে সরাসরি জল ঢেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর এবার বড়সড় সিদ্ধান্তটা নিয়েই ফেলল কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ বেআইনি কার্যকলাপ দমন আইন ২০১৯ বা ইউএপিএ সংশোধনী বিল পাস করিয়ে এবার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা প্রত্যাহার করে নিল কেন্দ্র৷ ৩৭০ ধারা তুলে নেওয়ায় সংসদ উত্তাল হলেও খুশির হওয়া বঙ্গ বিজেপি শিবিরে৷
জম্মু ও কাশ্মীর থেকে ৩০৭ ধারা বিলোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়৷ তিনি জানান, ঐতিহাসিক বিল পাশ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাই। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়া শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল। সোমবার নরেন্দ্র মোদি সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছে বলে সোস্যাল মিডিয়ায় জানান হুগলীর সাংসদ।
এদিন থেকেই জম্বু কাশ্মীর থেকে পুরোপুরি বিলুপ্তির পথে। সংসদে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জম্বু কাশ্মীর থেকে পুরোপুরি ৩৭০ ধারা বিলোপের দাবি জানায়। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই উপত্যাকার বিশেষ আইন বিলোপের কথা জানান। জম্বু কাশ্মির শুধুমাত্র বিশেষ কেন্দ্রীয় শাসিত অন্চল থাকবে। তার আওতায় থাকবে লাদাখও। সংসদে কাশ্মীর নিয়ে বিশেষ বিলপাশ করে অমিত শাহ বলেন, কেন্দ্রীয় সরকার উপত্যাকায় শান্তি ফেরাতে তৎপর। সেই কারনে কাশ্মীরে অবিরিক্ত বাহিনী পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
জম্মু ও কাশ্মীর নিয়ে বিশেষ বিলকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, সোমবার সংসদে মোদি সরকার ঐতিহাসিক বিল পাশ করেছে। এজজন বাঙালি হিসেবে কেন্দ্রের এই পদক্ষেপে আমি গর্বিত বলে জানান মুকুল রায়। বিজেপির জাতীয় পরিষদের সদস্য রিতীমতো ট্যুইট করে বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে এবার উপত্যাকা এক দেশ, এক নিশান, এক বিধান, এক প্রধান হবে বলে জানান মুকুল রায়।