আলবিদা! আর আকাশে উড়বে না ভারত-পাক যুদ্ধের নায়ক মিগ-২১ বাইসন

আলবিদা! আর আকাশে উড়বে না ভারত-পাক যুদ্ধের নায়ক মিগ-২১ বাইসন

Farewell  

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান যুদ্ধের অন্যতম নায়ক মিগ-২১ বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে৷ তবে মিগ শুধু মাত্র তার দক্ষতার জন্যই আলোচিত হয়নি, বরং বার বার দুর্ঘটনার কবলে পড়ে কলুষিত হয়েছে মিগের নাম। কপালে জুটেছে ‘উড়ন্ত কফিনে’র তকমা। মিগ উড়িয়ে প্রাণ গিয়েছে বহু পাইলটের৷ তা সত্ত্বেও  গত ছয় দশক ধরে বায়ুসেনার অন্যতম সঙ্গী ছিল এই যুদ্ধ বিমান। অবশেষে সেই যুগের অবসান ঘটতে চলেছে৷ এবার অবসর নেওয়ার পালা৷ আর ডানা মেলবে না মিগ-২১৷ সোমবার ৩০ অক্টোবর রাজস্থানের আকাশে শেষ বারের জন্য পাখা মেলে মিগ-২১ বাইসন যুদ্ধ বিমান।

আধুনিক যুদ্ধ বিমান সুখোই-৩০ এমকেআইয়ের সঙ্গে রাজস্থানের বারমের জেলার উত্তরালাইয়ে শেষ উড়ান সম্পন্ন করে ভারত-পাক যুদ্ধের এই হিরো। ১৯৬৬ সাল থেকে ‘ওরিয়ালস’ নামে বায়ুসেনার স্কোয়াড্রন মিগ-২১ যুদ্ধ বিমান চালাচ্ছে। বর্তমানে এই স্কোয়াড্রন সুখোই-৩০ পরিচালনা করছে। শেষ উড়ানের সাক্ষী হতে এদিন ভারতীয় বায়ু ও স্থলসেনার পদস্থ অফিসাররা উপস্থিত হয়েছিলেন বারমের জেলায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − ten =