নয়াদিল্লি: বহুবার বদলেছে তারিখ৷ বছরের পর বছর পিছিয়েছে নির্ভয়ার অপরাধীদের ফাঁসির দিন৷ দীর্ঘ লড়াই সংগ্রামের পর অবশেষে জয়ের হাসি নির্ভয়ার পরিবারের মুখে৷ দিন চূড়ান্ত৷ আগামী ২০ মার্চ ফাঁসি হবে নির্ভয়া কাণ্ডের চার অপরাধী পবন কুমার গুপ্ত, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর এবং মুকেশ সিং-এর৷
বুধবার পবন গুপ্তর প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ সেই সঙ্গ বন্ধ হয়ে যায় মৃত্যুর হাত থেকে বাঁচার সকল আইনি প্রচেষ্টা৷ নতুন করে জারি করা হয় মৃত্যু পরোয়ানা৷ ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় ফাঁসি দেওয়া হবে এই চার অপপরাধীকে৷
মৃত্যুদণ্ড এড়ানোর সবরকম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই নতুন করে তাঁদের ফাঁসির দিন ধার্য করেন অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা৷ দিল্লি সরকারের পক্ষ থেকেও জানিয়ে দেয় দোষীদের কাছে আইনি লড়াই চালানোর কোনও সুযোগ নেই। তবে রায় ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন চার অপরাধীর আইনজীবী এপি সিং। তিনি বলেন, ‘ইতিপূর্বে চারবার মৃত্যু পরোয়ানা জারি করে চারবার তাদের হত্যা করা হয়েছে। আর কতবার মারা হবে?’
প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টে পবন গুপ্তর কিউরেটিভ পিটিশন খারিজ হওয়ার পরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় সে৷ ওইদিন নতুন করে আবেদন করে পাতিয়ালা হাউস কোর্টেও৷ কিন্তু অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং মুকেশ সিং-এর ফাঁসি রদের আবেদন খারিজ করে দেয় আদালত৷ এদিন রায় ঘোষণার পর নির্ভয়ার মা আশাদেবী বলেন, ‘আশা করি এটাই চূড়ান্ত তারিখ৷ ২০ তারিখ ফাঁসিতে ঝুলবে ওরা৷ মৃত্যুর আগে নির্ভয়া চেয়েছিল তাঁর অপরাধীরা যেন চরম শাস্তি পায়৷ যাতে কেউ ফের এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়৷’ অবশেষে মিলল সুবিচার৷ ২০১২ সালের ডিসেম্বর ১৬ ডিসেম্বর দিল্লির রাস্তায় চলন্ত বাসে গণধর্ষন করা হয় ২৩ বছরের এক প্যারামেডক্যাল ছাত্রীকে৷ এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ৷ প্রতিবাদের ঝড় ওঠে দিল্লির রাস্তায়৷ দীর্ঘ সাত বছর লড়াইয়ের পর অবশেষে জয়ী নির্ভয়া৷