নয়াদিল্লি: অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার অক্সিজেন এক্সপ্রেস পৌঁছল দিল্লিতে। মঙ্গলবার সকালে ৭০টন অক্সিজেন রাজধানীতে পৌঁছেছে। অক্সিজেনের সংকট কাটিয়ে তোলার জন্য কেন্দ্রের তরফে ইতিমধ্যেই অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে৷
এদিন ছত্তিশগড়ের রায়গড়ের প্লান্ট থেকে ৭০ টন লিকুইড অক্সিজেন দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি এনসিআরের বিভিন্ন হাসপাতালে রোগীদের চাহিদা মেটাতে পৌঁছে যাবে সেই অক্সিজেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ছত্তিশগড় থেকে দিল্লিতে ৭০টন অক্সিজেন পৌঁছেছে। করোনা রোগীদের সেবায় অক্সিজেন পৌঁছে দিতে ভারতীয় রেল অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। দিল্লির সরকার এই অক্সিজেন বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেবে। আগে থেকেই দিল্লি সরকার অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য ট্যাঙ্কারের ব্যবস্থা করে রেখেছিল। গত কয়েক দিনে দিল্লির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাবে বেশ কয়েকজন করোনা রোগী মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন। এমন পরিস্থিতি যাতে আর না হয় সেই জন্য দিল্লির প্রশাসন তৎপরতা অবলম্বন করেছে।
দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। করোনা মোকাবিলায় নাজেহাল অবস্থা একাধিক রাজ্যের। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। গোটা দেশজুড়ে অক্সিজেন ও করোনা টিকার জন্য হাহাকার করছে মানুষ। ইতিমধ্যে বহু করোনা আক্রান্ত রোগী অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন। দিল্লির প্রশাসন অক্সিজেনের যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। বারবার বিভিন্ন রাজ্যের তরফে কেন্দ্রের কাছে সাহায্য প্রার্থনা করা হচ্ছে। কিন্তু অক্সিজেনের যোগান দিতে গিয়ে কেন্দ্রের অবস্থাও শোচনীয়। যদিও দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সরবরাহ করার জন্য কেন্দ্রের তরফে ইতিমধ্যেই অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে। সোমবার করোনায় দিল্লিতে মৃত্যুর হার ছিল সব থেকে বেশি। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৮০ জন করোন রোগী মারা গিয়েছেন। দিল্লির স্বাস্থ্য দফতর অবশ্য জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার মতো মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থতার হারও অনেকটাই বেড়েছে।