নয়াদিল্লি: হতে চয়েছিলেন দেশের পরিবর্তী প্রধানমন্ত্রী৷ তৈরি করতে চেয়েছিলেন অ-বিজেপি, অ-কংগ্রেসি জোট৷ কিন্তু, ২০১৯-এর নির্বাচনে হয়েছে ভরাঢুবি৷ হারিয়েছেন নিজের দুর্গ৷ লোকসভা ও বিধানসভায় শোচনীয় হারের পর এবার সেই বিজেপি শিবির দিকে ঝুকতে চলেছেন চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি? চন্দ্রবাবুর টুইট ঘিরে জারি হয়েছে নয়া জল্পনা৷
সাত দশকের চুক্তি রাতারাতি খারিজ করে কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের৷ অবশেষে বাতিল হল জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা৷ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ৩৭০ ধারা খর্ব করার প্রস্তাব পেশেক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে স্বাক্ষর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের৷ রাষ্ট্রপতির স্বাক্ষরের জেরে জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হচ্ছে৷ একই সঙ্গে লাদাখ হবে কেন্দ্র শাসিত অঞ্চল৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত খোলাখুলি সমর্থন জানিয়ে এবার টুইট করলেন চন্দ্রবাবু নাইডু৷ খোলাখুলি কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানান তেলুগু দেশম পার্টির সুপ্রমো৷ চন্দ্রবাবু লেখেন, ‘‘জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থন করে তেলুগু দেশম পার্টি৷ আমি জম্মু ও কাশ্মীরের শান্তির জন্য প্রার্থনা করি৷’’
Telugu Desam Party (TDP) chief Chandrababu Naidu supports Union Government’s decision to revoke Article 370. #JammuAndKashmir pic.twitter.com/YxEfNSRc96
— ANI (@ANI) August 5, 2019
কেন্দ্রের এই প্রস্তাবে চূড়ান্ত বিরোধীতা করেছে কংগ্রেস ও তৃণমূল সহ বামফ্রন্ট৷ আজ, সোমবার জম্মু ও কাশ্মীকে পূর্ণ রাজ্যের মর্যাদা তুলে নেওয়ার প্রতিবাদে দিনভর সংসদে গান্ধী মূর্তির সামনে অবস্থানে বসেছে কংগ্রেস-তৃণমূল-বামফ্রন্ট সহ একাধিক বিরোধী দল৷ এদিন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের পাশে দাঁড়িয়ে কংগ্রেসে নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘‘এই সিদ্ধান্ত দেশের মাথা জম্মু ও কাশ্মীরকে কেটে খুন করল কেন্দ্রের বিজেপি সরকার৷ এর দায় কেন্দ্রকে নিতে হবে৷ এভাবে কোনও পূর্ণ রাজ্যকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করতে পারে না কেন্দ্র৷ আজ জম্মু ও কাশ্মীরের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷’’