অবশেষে গ্রেপ্তার পি চিদাম্বরম, সিবিআইকে বাঁধা, রাতভর জেরার প্রস্তুতি

নয়াদিল্লি: ২৭ ঘণ্টার দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গ্রেপ্তার কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়ির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ অর্থমন্ত্রীর বাড়ির মূল গেট বন্ধ থাকায় পাঁচিল টপকে বাড়িতে ঢুকে প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেপ্তার করে সিবিআই৷ আইএনএক্স মিডিয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ চিদাম্বরমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই কংগ্রেস কর্মীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে৷ ইতিমধ্যেই

53625a91333a1513528869a3ed38029c

অবশেষে গ্রেপ্তার পি চিদাম্বরম, সিবিআইকে বাঁধা, রাতভর জেরার প্রস্তুতি

নয়াদিল্লি: ২৭ ঘণ্টার দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গ্রেপ্তার কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়ির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ অর্থমন্ত্রীর বাড়ির মূল গেট বন্ধ থাকায় পাঁচিল টপকে বাড়িতে ঢুকে প্রাক্তন অর্থমন্ত্রীকে গ্রেপ্তার করে সিবিআই৷ আইএনএক্স মিডিয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷

চিদাম্বরমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই কংগ্রেস কর্মীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে৷ ইতিমধ্যেই চিদাম্বরমকে ছিনিয়ে নিতে সিবিআইয়ের গাড়ির সামনে হত্যে দিয়ে পড়েছেন কংগ্রেস কর্মীরা৷ গাড়ি থামিয়ে চলছে বিক্ষোভ৷ গাড়ির মাথায় উঠে সিবিআইকে বাধা দেওয়ার চেষ্টা করছেন কংগ্রেস কর্মীরা৷ চিদম্বরমের গ্রেপ্তারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী চিদাম্বরমকে ঘিরে রাখে৷ কংগ্রেস কর্মীদের বাধা কাটিয়ে প্রাক্তন অর্থমন্ত্রীকে সিবিআইয়ের দপ্তরে নিয়ে যাওয়া হয়৷ করানো হয় মেডিক্যাল পরীক্ষা৷ সূত্রের খবর, বৃহস্পতিবার আদালতে তোলা আগে আজ রাতভর চিদম্বরমকে জেরা করতে পারে সিবিআই৷

এদিন সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ২৭ ঘণ্টা আত্মগোপন করে থাকার পর অবশেষে কংগ্রেসের সদর দপ্তরে হাজির হন পি চিদাম্বরম৷ কংগ্রেসের দপ্তরে পৌঁছলেন করলেন সাংবাদিক বৈঠক৷ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে বিঁধলেন পি চিদাম্বরম৷ এরপরই তাঁর পিছু নেয় সিবিআই৷ পিছু নিয়ে চিদাম্বরমকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷

এদিন সাংবাদিক বৈঠক করে পি চিদম্বরমের মন্তব্য, ‘‘আমি কোন দোষ করিনি৷ এই মামলায় অভিযুক্ত নই৷ আমি মামলায় সহযোগিতা করেছি৷ কিন্তু আমাকে ডেকে পাঠিয়েছে সিবিআই, ইডি৷ বারংবার আমি তাদের সহযোগিতা করেছি৷ কিন্তু তার পরেও আমাকে গ্রেপ্তার করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এর পেছনে কেন্দ্রের মত আছে বলে আমার মনে হচ্ছে৷’’

আইএনএক্সস মামলায় তাঁকে কীভাবে জড়ানো হয়েছে এবং তিনি কীভাবে আইনি সহযোগিতা পেয়েছেন, তাও জানান তিনি৷ বলেন, ‘‘ আমি দীর্ঘ ১৮ মাস গ্রেপ্তারি রক্ষাকবচ পেয়েছিলাম৷ এখন হঠাৎ দেখছি সেই রক্ষাকবচ ফিরিয়ে নেওয়া হয়েছে৷ আমার মনে হয়, এর পিছনে বড়সড় কোন চক্রান্ত আছে৷ আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে৷ গত ২৪ ঘণ্টা ধরে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে৷ সুপ্রিম কোর্ট আমাকে নিরাপত্তার দিক আমি নিরাপত্তাহীনতায় ভুগছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *