ফের সেরার সেরা মমতার প্রকল্প

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে সকলের জন্য খাদ্য প্রকল্প ‘খাদ্যসাথী’ পেল ‘সেরার সেরা’ সম্মান। পাশাপাশি প্রত্যেকের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ এবং স্কিল ডেভলপমেন্ট কর্মসূচি ‘উৎকর্ষ বাংলা’ জাতীয়স্তরে সম্মান পেল। সম্মানিত করল স্কচ নামে একটি বেসরকারি সংস্থা। বেসরকারি হলেও ওই স্কচ পুরস্কার জাতীয়স্তরে যথেষ্ট গুরুত্বপূর্ণ। গোটা দেশের বিভিন্ন রাজ্যের প্রায় আড়াইশোর মতো প্রকল্পের মধ্যে ‘সেরার সেরা’ লড়াইয়ে পশ্চিমবঙ্গের

480a033a249b0f3adced999d82669fa1

ফের সেরার সেরা মমতার প্রকল্প

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে সকলের জন্য খাদ্য প্রকল্প ‘খাদ্যসাথী’ পেল ‘সেরার সেরা’ সম্মান। পাশাপাশি প্রত্যেকের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ এবং স্কিল ডেভলপমেন্ট কর্মসূচি ‘উৎকর্ষ বাংলা’ জাতীয়স্তরে সম্মান পেল। সম্মানিত করল স্কচ নামে একটি বেসরকারি সংস্থা। বেসরকারি হলেও ওই স্কচ পুরস্কার জাতীয়স্তরে যথেষ্ট গুরুত্বপূর্ণ। গোটা দেশের বিভিন্ন রাজ্যের প্রায় আড়াইশোর মতো প্রকল্পের মধ্যে ‘সেরার সেরা’ লড়াইয়ে পশ্চিমবঙ্গের খাদ্যসাথী প্রকল্প প্ল্যাটিনাম সম্মান অর্জন করেছে।

অনলাইন ভোটের মাধ্যমে প্রথমে খাদ্যসাথী গোল্ড সম্মানের শংসাপত্র পায় আজ। তারপর গোটা দেশের মধ্যে যতগুলি প্রকল্প গোল্ড সম্মান পেয়েছে, তার মধ্যে থেকে ফের অনলাইন ভোটে খাদ্যসাথী সেরার সেরা হিসেবে প্ল্যাটিনাম শংসাপত্র পেয়েছে। সোমবার সংস্থার পক্ষ থেকে দেওয়া এই সম্মান পশ্চিমবঙ্গের হয়ে গ্রহণ করেন রাজ্য খাদ্যদপ্তরের অতিরিক্ত সচিব অচ্যিন্তকুমার পতি এবং ডিস্ট্রিট ডিস্ট্রিবিউশন প্রকিওরমেন্ট অ্যান্ড সাপ্লাইয়ের ডিরেক্টর অজয় ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *