কলকাতা: বদলেছে সময়, বদলেছে চিন্তাধারা৷ আর সেই বদলের পথে চলতে চলতে কোথাও যেন হারিয়ে যাচ্ছে শালীনতার পাঠ৷ সম্প্রতি তেমনই একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
আরও পড়ুন- আধারের ব্যক্তিগত তথ্য কি ফাঁস হয়েছে? জবাব দিল কেন্দ্র
আমাদের সমাজে শিক্ষক-শিক্ষিকার ভূমিকা অনস্বীকার্য৷ শিক্ষক-শিক্ষিকার দেখানো পথে, তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলে একটা প্রজন্ম৷ একজন পড়ুয়া তাঁর জীবনে ঠিক কোন পথ বেছে নেবে, তা নির্ধারণ করার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অনেকখানি৷ মানুষ যতই বিত্তবান হোক না কেন, আসল সম্পদ তো তাঁর অন্তরের শিক্ষা৷ সকলের মধ্যে সেই শিক্ষার আলো ছড়িয়ে দেন শিক্ষিক-শিক্ষিকারই। তাঁরাই আমাদের শেখান ঠিক-ভুলের পার্থক্য। তাই বাবা-মায়ের পরে তাঁরাই আমাদের কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধার। কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক৷ শিক্ষিকার ভূমিকায় দ্বিবিভক্ত নেটিজেনরা৷
ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একজন ছাত্র এবং এক শিক্ষিকা ক্লাসরুমের মধ্যে হিন্দি গানের সঙ্গে নেচে চলেছেন। ‘আশিকি-২’ ছবিতে অরিজিত সিং-এর গাওয়া ‘তুম হি হো’র গানের সঙ্গে তাঁদের রম্যান্টিক নাচ৷ ছাত্রটি স্কুলের ড্রেস পরা৷ শিক্ষিকার পরনে নীল রঙের শাড়ি৷ সম্ভবত স্কুলের কোনও অনুষ্ঠানে এহেন নাচ করেন তাঁরা। সেই সময় ক্লাসে অন্যান্য পড়ুয়ারাও উপস্থিত ছিল। তাঁদের নাচ দেখে সকলে হাততালি দিয়ে চিৎকার করে তাঁদের উৎসাহিত করতে থাকে৷ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো। সেই সঙ্গে মাথাচাড়া দিয়েছে বিতর্কও৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
অনেকের মতে ওই শিক্ষিকার আচরণ একেবারেই যুক্তিসঙ্গত নয়৷ তিনি এই ভাবে ক্লাসরুমের মধ্যে ছাত্রের হাত ধরে নাচ করে ঠিক কাজ করেননি। এর ফলে পড়ুয়াদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। অনেকে আবার বলছেন, ওই শিক্ষিকা অন্যায় কিছু করেননি। কারণ, একজন শিক্ষিকা এবং পড়ুয়ার মধ্যে সর্বদাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। এই বিষয়টি নিয়ে জলঘোলা করা উচিত নয়৷ তাঁরা বলছেন, একজন শিক্ষিকা একজন ছাত্রের সঙ্গে নাচ করলে অসুবিধাটা কোথায়? এই ঘটনাটি কোথায় ঘটেছে, তা অবশ্য জানা যায়নি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>