ফের দেশে জঙ্গি হামলার আশঙ্কা, জারি সতর্কতা

নয়াদিল্লি: ফের জঙ্গি হানার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ আর জেরেই জলপথে নিরাপত্তা জোরদার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী৷ গোয়েন্দা সূত্রের জানানো হয়েছে, আইআইএস জঙ্গি গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য ভারতে হামলা চালাতে শ্রীলঙ্কা রওনা হয়েছে গিয়েছে৷ জঙ্গিদের নৌকানি লক্ষদ্বীপ ও মিনিকয় দ্বীপের কাছাকাছি রয়েছে৷ গোয়েন্দাদের হাতে এই তথ্য এসে পৌঁছতেই কেরল-সহ উপকূলে সতর্কতা জারি

ফের দেশে জঙ্গি হামলার আশঙ্কা, জারি সতর্কতা

নয়াদিল্লি: ফের জঙ্গি হানার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ আর জেরেই জলপথে নিরাপত্তা জোরদার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী৷

গোয়েন্দা সূত্রের জানানো হয়েছে, আইআইএস জঙ্গি গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য ভারতে হামলা চালাতে শ্রীলঙ্কা রওনা হয়েছে গিয়েছে৷ জঙ্গিদের নৌকানি লক্ষদ্বীপ ও মিনিকয় দ্বীপের কাছাকাছি রয়েছে৷ গোয়েন্দাদের হাতে এই তথ্য এসে পৌঁছতেই কেরল-সহ উপকূলে সতর্কতা জারি করেছে উপকূলরক্ষী বাহিনী৷ চলছে প্রহরা৷ এর আগে জলপথেই পাকিস্তান থেকে মুম্বই এসে হামলা চালিয়েছিল লস্কর-ই-তৈবা জঙ্গিরা৷ সেই কথা মাথায় রেখে উপকূলে মাছিও গলতে দিচ্ছে না বাহিনী৷

এমনিতেই শ্রীলঙ্কাকে স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে আইএস জঙ্গিরা৷ গত ২১ এপ্রিল ইস্টার স্যাটারডেতে শ্রীলঙ্কার বেশ কয়েকটি গির্জা ও হোটেলে হামলায় আইএস৷  মৃত্যু হয় ২৫০ জনের৷ এর পর ফের শ্রীলঙ্কা থেকে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টার খবর পেয়ে বাড়তি সতর্ক ভারত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *