নয়াদিল্লি: ফের জঙ্গি হানার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ আর জেরেই জলপথে নিরাপত্তা জোরদার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী৷
গোয়েন্দা সূত্রের জানানো হয়েছে, আইআইএস জঙ্গি গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য ভারতে হামলা চালাতে শ্রীলঙ্কা রওনা হয়েছে গিয়েছে৷ জঙ্গিদের নৌকানি লক্ষদ্বীপ ও মিনিকয় দ্বীপের কাছাকাছি রয়েছে৷ গোয়েন্দাদের হাতে এই তথ্য এসে পৌঁছতেই কেরল-সহ উপকূলে সতর্কতা জারি করেছে উপকূলরক্ষী বাহিনী৷ চলছে প্রহরা৷ এর আগে জলপথেই পাকিস্তান থেকে মুম্বই এসে হামলা চালিয়েছিল লস্কর-ই-তৈবা জঙ্গিরা৷ সেই কথা মাথায় রেখে উপকূলে মাছিও গলতে দিচ্ছে না বাহিনী৷
Indian Coast Guard has deployed its ships and maritime surveillance aircraft around the Lakshadweep and Minicoy Islands territory and borders with Sri Lanka in an operation to thwart any attempt by the ISIS terrorists to enter Indian waters. pic.twitter.com/Pw74Xby3LB
— ANI (@ANI) May 26, 2019
এমনিতেই শ্রীলঙ্কাকে স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে আইএস জঙ্গিরা৷ গত ২১ এপ্রিল ইস্টার স্যাটারডেতে শ্রীলঙ্কার বেশ কয়েকটি গির্জা ও হোটেলে হামলায় আইএস৷ মৃত্যু হয় ২৫০ জনের৷ এর পর ফের শ্রীলঙ্কা থেকে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টার খবর পেয়ে বাড়তি সতর্ক ভারত৷