ত্রুটিপূর্ণ চিনা কিট ফেরত পাঠানো হবে, জানালেন হর্ষবর্ধন

ত্রুটিপূর্ণ চিনা কিট ফেরত পাঠানো হবে, জানালেন হর্ষবর্ধন

নয়াদিল্লি: বিদেশ থেকে আসা সমস্ত ত্রুটিপূর্ণ ব়্যাপিড অ্যান্টবডি চেস্ট কিট ফেরত পাঠানো হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ববর্ধন৷  চিন হোক বা অন্য কোনও দেশ, ত্রুটি থাকলেই তা ফেরত দেওয়া হবে৷ এই কিটের জন্য এখনও ভারত একটা টাকাও দেয়নি৷ পুরোটাই ক্রেডিটে নেওয়া হয়েছে। ফলে, ফেরত গেলেও ভারতের আর্থিক ক্ষতি হবে না।

এদিকে, শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন হর্ষবর্ধন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে৷ রাজ্যগুলি কীভাবে করোনা মোকাবিলা করছে, মূলত সেই বিষয়টি পর্যালোচনা করে দেখা হয়৷ ওই বৈঠকে হর্ষবর্ধন জানান, ‘‘ত্রুটিপূর্ণ অ্যান্টিবডি টেস্টিং কিট যে সকল দেশ থেকে আমদানি করা হয়েছে, সেখানেই ফিরিয়ে দেওয়া হবে৷’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘যখনই প্রয়োজন হয়েছে, রাজ্যগুলির কাজে সহযোগিতা করতে বিশেষজ্ঞ টিম পাঠানো হয়েছে৷ নজরদারি চালানোর জন্য তাঁদের পাঠানো হয়নি। তাঁদের থেকে রিপোর্ট নিয়েই পরবর্তীকালে আমরা আপনাদের কীভাবে সাহায্য করতে পারি তা নিয়ে চিন্তাভাবনা করতে পারব।”

প্রায় সাড়ে তিন মাস পার হয়ে গিয়েছে, কোভিড-১৯ পেন্ডামিকের বিরুদ্ধে আমরা লড়াই করে চলেছি৷ প্রতিটি রাজ্য ভালো কাজ করছে৷ সারা বিশ্বে ভারতই একমাত্র দেশ যেখানে সংক্রমণের হার সবচেয়ে কম৷ ভারতে করোনায় মৃতের হার প্রায় ৩ শতাংশ বলে জানিয়েছেন হর্ষবর্ধন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘কোভিড-১৯ মোকাবিলায় আমরা সঠিক পথেই এগিয়ে চলেছি৷ ভারতকে কোনও ভাবেই তৃতীয় স্টেজে পৌঁছতে দেওয়া যাবে না৷’

গত ২১ এপ্রিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইএমআর) র্যা পিড অ্যান্টিবডি টেস্ট নিয়ে প্রতিটি রাজ্যকে সতর্ক করে। অবশ্য নির্দেশিকা জারির আগেই পরীক্ষা বন্ধ রাখে রাজস্থান। অভিযোগ, ওই টেস্ট কিটগুলির রোগনির্ণয়ের ক্ষমতা অত্যন্ত কম। শতাংশের হিসাবে তা মাত্র ৫.৪। এর পরেই র্যা পিড অ্যান্টিবডি টেস্ট কিট আগামী দু’দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আইসিএমআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *