মুষলাধারে বৃষ্টি, রাস্তায় মেয়ের অনলাইন ক্লাসে ছাতা ধরে বাবা

মুষলাধারে বৃষ্টি, রাস্তায় মেয়ের অনলাইন ক্লাসে ছাতা ধরে বাবা

বলাকা: করোনা আবহে বর্তমানে সব জায়গাতেই অনলাইন ক্লাস চলছে৷ সম্প্রতি এই অনলাইন ক্লাসের এক অন্যরকম ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, মুষলধারে বৃষ্টির মধ্যেই হাতে মোবাইল ধরে একটি মেয়ে রাস্তার ধারে গার্ড ওয়ালে বসে রয়েছে। মেয়েটির মাথায় ছাতা ধরে রয়েছেন এক ব্যক্তি৷ তার সামনে একটা বাইক রয়েছে৷ ওই ছবিটি কর্নাটকের সুরিয়া তালুকের বলাকা গ্রামের৷ 

জানা গিয়েছে, দক্ষিণ কর্নাটকের বলাকা গ্রামটিতে এখনও মোবাইলের নেটওয়ার্ক সবসময় পাওয়া যায় না৷ ফলে ওই গ্রামের পড়ুয়ারা ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে৷ এমনকি তার আশেপাশে এলাকার ছাত্রছাত্রীদেরও একই অবস্থা৷ বেশিরভাগ সময়ই বলাকা এবং তার আশপাশের এলাকার ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে গ্রাম থেকে অনেকটা দূরে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার জন্য যেতে হয়। বছরভর এভাবেই অনলাইন ক্লাস করে চলেছে তারা। গত কয়েকদিন ধরেই ভারি বৃষ্টিপাত হচ্ছে৷ কিন্তু অনলাইন ক্লাস চলছেই। শিক্ষক শিক্ষিকারা ওই এলাকার ছাত্রছাত্রীদের অসুবিধা বুঝতে উঠতে পারছেন না। এদিনও বৃষ্টির মধ্যেই ওই ছাত্রীটি অনলাইন ক্লাস করতে গ্রাম থেকে কিছুটা দূরে রাস্তার ধারে বসে৷ সেদিন বৃষ্টির জন্য মেয়েটির বাবা তার সঙ্গে যায় এবং মেয়ের অনলাইন ক্লাস চলাকালীন তিনি তার মাথার ওপর ছাতা ধরে দাঁড়িয়ে ছিলেন। এই মন ছুঁয়ে যাওয়া ছবিটি দেখে নেটাগরিকরা বলছেন, পড়াশোনা করতে দেশের কিছু অংশের ছাত্রছাত্রীরা সত্যিই খুব কষ্ট করে।

যদিও ওই এলাকার পড়ুয়াদের কাছে এটা রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। ভাইরাল ছবিটি তুলে নেট দুনিয়ায় শেয়ার করেছেন মহেশ পুচাপাড্ডি নামের এক সাংবাদিক। তিনি জানিয়েছেন, গুটিগার, বলাকা, কামিলার মতো প্রত্যন্ত এলাকাগুলিতে এখনও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। ফলে এখানকার ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে  বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয়৷ কারণ অন্তত থ্রি-জি নেটওয়ার্ক না হলে অনলাইন ক্লাসে যোগ দেওয়া মুশকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =