বাপ রে বাপ! হিরের থেকেও দামি পেঁয়াজ? তুঙ্গে #OnionPrice ট্রোল্‌ড

নয়াদিল্লি: লাগাম ছাড়িয়েছে পেঁয়াজের দাম৷ ৬০ থেকে ৭০ টাকা উঠেছে পেঁয়াজের দর৷ আর তাতেই নাভিশ্বাস উঠেছে দেশবাসীর৷ মাস শেষে ধরেছে পকেটের টান৷ গোটা দেশ জুড়ে পেঁয়াজের দাম বৃদ্ধির ঘটনায় এবার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান ট্রোল্ড৷ ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগের তালিকায় ঢুকে পড়েছে পেঁয়াজ৷ নেটিজেনদের বিভিন্ন কার্টুন পোস্ট করছেন৷ যেখানে পেঁয়াজকে সবথেকে বেশি

বাপ রে বাপ! হিরের থেকেও দামি পেঁয়াজ? তুঙ্গে #OnionPrice ট্রোল্‌ড

নয়াদিল্লি: লাগাম ছাড়িয়েছে পেঁয়াজের দাম৷ ৬০ থেকে ৭০ টাকা উঠেছে পেঁয়াজের দর৷ আর তাতেই নাভিশ্বাস উঠেছে দেশবাসীর৷ মাস শেষে ধরেছে পকেটের টান৷ গোটা দেশ জুড়ে পেঁয়াজের দাম বৃদ্ধির ঘটনায় এবার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান ট্রোল্‌ড৷

ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগের তালিকায় ঢুকে পড়েছে পেঁয়াজ৷ নেটিজেনদের বিভিন্ন কার্টুন পোস্ট করছেন৷ যেখানে পেঁয়াজকে সবথেকে বেশি মূল্যবান বস্তু হিসেবে দেখানোর চেষ্টা চলছে৷ কখনও হিরের সঙ্গে তুলনা করা হচ্ছে পেঁয়াজকে৷ কখনও আবার দামী কানের দুল হিসাবে দেখানো হয়েছে পেঁয়াজকে৷ সেখানে আবার মন্তব্য করা হচ্ছে, কী দামি ইয়ার রিং!

টুইটারজুড়ে পেঁয়াজ নিয়ে এখন চলছে তীব্র মশকরা৷ একের পর এক ছবি পোস্ট করে চলছে প্রতিবাদ হাসি-ঠাট্টা তর্ক-বিতর্ক৷ খোদ নরেন্দ্র মোদিকে তুলে ধরে করা হচ্ছে কটাক্ষ৷ সোশ্যাল মিডিয়ার গৃহস্থের ব্যবহৃত সামগ্রী ও এখন নেট দুনিয়ায় ভাইরাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − ten =