উয়ং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের প্রত্যাবর্তন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কাশ্মীরের হান্দওয়াড়ায় সেনা-জঙ্গি গুলি লড়াই অব্যাহত৷ পাক জঙ্গিদের গুলিতে এক সিআরপিএফ অফিসার সহ তিন জওয়ানের মৃত হয়েছে বলে খবর৷ মৃত্যুর হয়েছে এক স্থানীয় বাসিন্দারা৷ ঘটনায় জখম আরও পাঁচ জওয়ান৷
উয়ং কম্যান্ডার অভিনন্দনকে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হতেই জম্মু-কাশ্মীরের নৌসেরা সেক্টরে পাকিস্তান আর্মির সংঘর্ষ বিরতি লঙ্ঘন৷ জবাব দিচ্ছে ভারতীয় সেনা৷ এদিন একই সঙ্গে উরি সেক্টর সীমান্তে পাক সেনার গুলি বর্ষণ করে বলে জানা গিয়েছে৷ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারাতে সেনা-জঙ্গি গুলির লড়াই এখনও জারি রয়েছে বলে খবর৷
অন্যদিকে, উত্তর কাশ্মীরের কুপওয়ারায় খতম হয়েছে দুই জঙ্গি। বৃহস্পতিবার সারারাত গুলি বিনিময়ের পর তাদের দেহ শুক্রবার ভোরে উদ্ধার করা হয়েছে। সেনাবহিনী, সিআরপিএফের জওয়ানরা কুপওয়ারার লাংগেটে খানু-বাবাগুন্ড গ্রামে তল্লাশি শুরু করে। চারিদিকে জোরালো আলোও লাগানো হয়।
নিহত জঙ্গিরা কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত তা জানা যায়নি। সেখানে আরও কয়েকজন জঙ্গি আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। এরই পাশাপাশি, উরি সেক্টরে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে। তাতে এক গ্রামবাসী আহত হয়েছেন। উয়ং কম্যান্ডার অভিনন্দনকে প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হতেই জম্মু-কাশ্মীরের নৌসেরা সেক্টরে পাকিস্তান আর্মির সংঘর্ষ বিরতি লঙ্ঘন৷ জবাব দিচ্ছে ভারতীয় সেনা৷ এদিন একই সঙ্গে উরি সেক্টর সীমান্তে পাক সেনার গুলি বর্ষণ করে বলে জানা গিয়েছে৷ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারাতে সেনা-জঙ্গি গুলির লড়াই এখনও জারি রয়েছে বলে খবর৷