র‍্যালিতে পুলিশি বাধা! তরোয়াল বের করে প্রতিবাদের অভিযোগ কৃষকদের বিরুদ্ধে

র‍্যালিতে পুলিশি বাধা! তরোয়াল বের করে প্রতিবাদের অভিযোগ কৃষকদের বিরুদ্ধে

নয়াদিল্লি: কৃষি আইনের প্রতিবাদে আজ দিল্লিতে প্রতিবাদ ও ট্যাক্টর র‍্যালিতে অংশ নিয়েছেন লক্ষাধিক কৃষক ও ট্রাক্টর। আর এই র‍্যালিতে এবার কৃষকদের বিরুদ্ধে তরোয়াল বের করে হিংসা ছড়ানোর দাবি উঠল দিল্লি পুলিশের তরফে। সূত্রের খবর, দিল্লি পুলিশ কৃষকদের দেশের রাজধানী দিল্লিতে প্রবেশে বাধা দিলে তারা তরোয়াল বের করে প্রতিবাদ দেখাতে থাকে এবং পুলিশের উপর আক্রমণ করে। ।

আজ সকালে অক্ষরধামে আন্দোলনরত কৃষকদের দিল্লি প্রবেশে বাধা দিতে আজ পুলিশের তরফে এলাকায় এলাকায় বেঁধে দেওয়া হয় ব্যারিকেড। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে কৃষকরা এগিয়ে যেতে চাইলে তাদের উপর টিয়ার গ্যাস, জলকামান ছোঁড়ার পর লাঠিচার্জ করে পুলিশ। আর তখনই বাঁধে বিপত্তি। পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে উদ্যত কৃষকরা পুলিশের উপর আক্রমণে মত্ত হন এবং তাদের হাতে ছিল তরোয়াল, এমনটাই দেখা গেছে একটি ভিডিওতে। উল্লেখ্য, গাজীপুরের কাছে শাহদারা এলাকার চিন্তামনি চকে কৃষকদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। তারপরেই আরো বেশি উত্তপ্ত হয় পরিস্থিতি এবং কৃষক-পুলিশ ধুন্ধুমার হয় ঘটনাক্রমে। তাছাড়া আরো একটি ঘটনায় দিল্লি-নয়ডা সীমান্তে দুটি ট্রাক্টর পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশকে লক্ষ্য করে ধেয়ে যায় বলে খবর এসেছে। তারপর সেখানেও পুলিশের লাঠিচার্জের মুখে পড়ে কৃষক র‍্যালি। 

উল্লেখ্য, কৃষি আইনের প্রতিবাদে আজ দেশের রাজধানী দিল্লি অভিযানে একত্রিত হয়েছে লক্ষাধিক কৃষক। ৭১ তম সাধারণতন্ত্র দিবসের দিন সকালেই রাজধানীর বিভিন্ন সীমান্তে প্রতিবাদে সরব হন কৃষকরা। এদিকে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের পর এই ট্রাক্টর র‍্যালির অনুমতি দেওয়া হয় দিল্লি পুলিসের তরফে। কিন্তু আজ সকাল থেকেই রাস্তায় দেখা যায় কৃষকদের। এদিন সকালেই সিংঘু, টিকরি এবং গাজীপুর সীমান্ত থেকে দিল্লির পথে রওনা দেন কৃষকরা। তারপরেই পুলিশের বাধার সম্মুখীন হন তারা এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =