ঋণ মকুবের ‘জুমলা’র প্রতিবাদে ফের রাজপথে কৃষক

মুম্বই: ফের রাজপথে কৃষকরা। মহারাষ্ট্রের ২৩টি জেলায় সপ্তাহব্যাপী পদযাত্রা শুরু হচ্ছে। মঙ্গলবার নাসিক থেকে সূচনা হচ্ছে কৃষকদের লং মার্চ। ২৭ ফেব্রুয়ারি কৃষকরা এসে পৌঁছবেন মুম্বইয়ে। এই লং মার্চের উদ্যোক্তা সারা ভারত কৃষক সভা। তাদের দাবি ঋণ মকুব, সেচের ব্যবস্থা এবং চাষিদের পেনশন। মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রকে দায়ী করে কৃষক সভা বলেছে, একবছর খেটে গেলেও সরকার

ঋণ মকুবের ‘জুমলা’র প্রতিবাদে ফের রাজপথে কৃষক

মুম্বই: ফের রাজপথে কৃষকরা। মহারাষ্ট্রের ২৩টি জেলায় সপ্তাহব্যাপী পদযাত্রা শুরু হচ্ছে। মঙ্গলবার নাসিক থেকে সূচনা হচ্ছে কৃষকদের লং মার্চ। ২৭ ফেব্রুয়ারি কৃষকরা এসে পৌঁছবেন মুম্বইয়ে। এই লং মার্চের উদ্যোক্তা সারা ভারত কৃষক সভা।

তাদের দাবি ঋণ মকুব, সেচের ব্যবস্থা এবং চাষিদের পেনশন। মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রকে দায়ী করে কৃষক সভা বলেছে, একবছর খেটে গেলেও সরকার তাদের জন্য কিছু করেনি। বিজেপি শষাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধেই তাদের প্রতিবাদ। গতবছর মার্চে নাসিক থেকে ৩৫ হাজার কৃষক এসেছিলেন মুম্বইয়ে। সেসময় রাজ্য সরকার তাদের বেশ কয়েকটি দাবি নীতিগতভাবে মানতে বাধ্য হয়েছিল। ওডিশার নবনির্মাণ কৃষক সভা ২১ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার ওডিশা বনধের ডাক দিয়েছে। তাদের দাবি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =