কৃষকদের অপমান করেছে কেন্দ্র, কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: অন্তবর্তীকালীন বাজেটে কৃষকদের জন্য পেনশন ঘোষণা করেছেন পীযুষ গোয়েল৷ ছোটো চাষিদের জন্য বার্ষিক ৬,০০০ টাকা করে নগদ দেওয়ার ঘোষণা করা হয়েছে বাজেটে৷ সেই প্রকল্পকেই কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ দৈনিক ১৭ টাকা করে অনুদান দিয়ে কৃষকদের অপমান করা হয়েছে বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি৷ ‘আখরি জুমলা বাজেট’ হ্যাশট্যাগ দিয়ে করা ট্যুইটে কংগ্রেস সভাপতি

6cccd32cf75e2caf975012bd4161a79a

কৃষকদের অপমান করেছে কেন্দ্র, কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: অন্তবর্তীকালীন বাজেটে কৃষকদের জন্য পেনশন ঘোষণা করেছেন পীযুষ গোয়েল৷ ছোটো চাষিদের জন্য বার্ষিক ৬,০০০ টাকা করে নগদ দেওয়ার ঘোষণা করা হয়েছে বাজেটে৷ সেই প্রকল্পকেই কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ দৈনিক ১৭ টাকা করে অনুদান দিয়ে কৃষকদের অপমান করা হয়েছে বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি৷

‘আখরি জুমলা বাজেট’ হ্যাশট্যাগ দিয়ে করা ট্যুইটে কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘‘প্রিয় নমো, আপনার অযোগ্যতা ও অহংকার আমাদের কৃষকদের জীবন শেষ করে দিয়েছে৷ দৈনিক ১৭ টাকা করে অনুদান দিয়ে তাঁদের অপমান করা হয়েছে৷’’ এদিন বিকালে সাংবাদিক বৈঠক করেও কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আপনি যদি দেশের শিল্পপতীদের কোটি কোটি টাকার ঋণ মকুব করে দিতে পারেন, তাহলে দেশের কৃষকরা কী অপরাধ করেছে৷ ওদের দৈনিক ১৭ টাকা করে দেওয়ার অর্থ কী?’’ এদিন, নোটবন্দি, রাফেল ও কর্মসংস্থান ইস্যু তুলে ধরে মোদিকে আক্রমণ করেন রাহুল গান্ধী৷ বলেন, ‘‘এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা ফেলবই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *