নয়াদিল্লি: অন্তবর্তীকালীন বাজেটে কৃষকদের জন্য পেনশন ঘোষণা করেছেন পীযুষ গোয়েল৷ ছোটো চাষিদের জন্য বার্ষিক ৬,০০০ টাকা করে নগদ দেওয়ার ঘোষণা করা হয়েছে বাজেটে৷ সেই প্রকল্পকেই কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ দৈনিক ১৭ টাকা করে অনুদান দিয়ে কৃষকদের অপমান করা হয়েছে বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি৷
‘আখরি জুমলা বাজেট’ হ্যাশট্যাগ দিয়ে করা ট্যুইটে কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘‘প্রিয় নমো, আপনার অযোগ্যতা ও অহংকার আমাদের কৃষকদের জীবন শেষ করে দিয়েছে৷ দৈনিক ১৭ টাকা করে অনুদান দিয়ে তাঁদের অপমান করা হয়েছে৷’’ এদিন বিকালে সাংবাদিক বৈঠক করেও কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আপনি যদি দেশের শিল্পপতীদের কোটি কোটি টাকার ঋণ মকুব করে দিতে পারেন, তাহলে দেশের কৃষকরা কী অপরাধ করেছে৷ ওদের দৈনিক ১৭ টাকা করে দেওয়ার অর্থ কী?’’ এদিন, নোটবন্দি, রাফেল ও কর্মসংস্থান ইস্যু তুলে ধরে মোদিকে আক্রমণ করেন রাহুল গান্ধী৷ বলেন, ‘‘এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা ফেলবই৷’’
Rahul Gandhi: You can waive off Rs 3.5 Lakh Crore loan of 15 people but give only Rs 17 per day to farmers! What else is this, if not an insult? Election will be fought keeping in mind issue of farmers, unemployment & attacks on institutions, it’ll also be on the issue of Rafale. pic.twitter.com/eKQgPyzaC0
— ANI (@ANI) February 1, 2019