কৃষকদের প্রতিবাদ করার অধিকার আছে, হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

কৃষকদের প্রতিবাদ করার অধিকার আছে, হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: রাজধানীতে কৃষক বিক্ষোভ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের৷ দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, এই বিক্ষোভ যতক্ষণ না মানুষের দৈনন্দিন জীবনে ব্যাঘাত না ঘটাচ্ছে বা কোনও সম্পত্তি নষ্ট না করছে ততক্ষণ পর্যন্ত তা সাংবিধানিক অধিকারের মধ্যে৷ পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানিয়ে দিয়েছে, আলোচনা না করে শুধুমাত্র পাল্টা ক্ষোভ প্রকাশ করে কৃষকদের বিক্ষোভের উদ্দেশ্য বোঝা সম্ভব নয়। সুপ্রিম কোর্টে শুনানি সময় প্রধান বিচারপতি এস এ ববদে জানান, দু’পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা খুঁজে বের করতে একটি নিরপেক্ষ কমিটি গঠনের কথা ভাবছে শীর্ষ আদালত৷ 

প্রধান বিচারপতি বলেন, ‘‘যতক্ষণ না মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার ঘটাচ্ছে বা সম্পত্তি নষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই প্রতিবাদ-বিক্ষোভ সাংবিধানিক৷ এটা পুরোপুরি সঠিক প্রতিবাদ৷ তবে তার উদ্দেশ্য বোঝা যাবে না, যদি তারা আলোচনা না করে ধর্না চালিয়ে যায়। কেন্দ্র ও কৃষকদের আলোচনা প্রয়োজন।’’ এদিন প্রধান বেঞ্চ জানায়, কৃষকদের প্রতিবাদ করার অধিকার আছে। তারা এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তবে মানুষের ক্ষতি না করে যাতে প্রতিবাদ-বিক্ষোভ হয় তার ব্যবস্থা করতে কেন্দ্রের সঙ্গে কথা বলবে বলে জানায় প্রধান বিচারপতির বেঞ্চ। 

প্রধান বিচারপতি বলেন, ‘‘আমরা একটি স্বাধীন এবং নিরপেক্ষ কমিটির কথা ভাবছি যার কাছে দু’পক্ষই তাদের দাবি-দাওয়া জানাতে পারবে। এই কমিটি একটি সমাধান সূত্র বের করবে যা সবাইকে মেনে চলতে হবে। প্রতিবাদ বিক্ষোভ চলতে পারে তবে তাতে যেন সাধারণ মানুষের ব্যাঘাত না হয়।’’ তিনি আরও বলেন, ‘‘কারও থেকে আমাদের অহিংস আন্দোলন শিখতে হবে না।’’ কেন্দ্রীয় সরকারের দেশি আইনের বিরুদ্ধে দিল্লি সীমানায় বিক্ষোভে সামিল হাজার কৃষক। নিজেদের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলির।  যদিও আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *