চণ্ডীগড়: বৃহস্পতিবার কৃষিবিলের বিরোধিতায় এক বিশাল প্রতিবাদ মিছিলের জন্য কয়েক হাজার কৃষক দিল্লির দিকে যাত্রা করে। আন্দোলন কয়েক মাস চলতে পারে অনুমানে বিক্ষোভকারীরা কয়েক মাসের জন্য পর্যাপ্ত রসদ এনেছে ও তার জন্য বহনকারী ট্রাক্টরও মিছিলে শামিল করেছে। ছয়টি রাজ্যের কৃষকরা কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে দু’মাস ধরে “দিল্লি চলো” বিক্ষোভের পরিকল্পনা করেছে। তাদের দিল্লি যাওয়ার পথে হরিয়ানায় টিয়ারগ্যাস, জল কামান সহযোগে একটি বিশাল পুলিশের দল আটকায়।
এক কৃষক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “আমাদের আড়াই থেকে তিন মাসের মতো পর্যাপ্ত পরিমাণে রেশন রয়েছে। শীঘ্রই দেশে ফিরে আসার কৃষকদের কোনও উদ্দেশ্য নেই। এখানে ৫ হাজার লিটারের ট্যাঙ্ক, গ্যাসের উনুন, ইনভার্টারের মতো প্রতিটি সুবিধা রয়েছে। এছাড়া ম্যাট্রেস ও পর্যাপ্ত শাকসবজিও রয়েছে আমাদের কাছে। শীত থেকে রক্ষা করার জন্যও সরঞ্জাম রয়েছে। যতক্ষণ প্রয়োজন আমরা দিল্লিতে থাকব। আমরা দিল্লি জিততে যাচ্ছি।” ওই কৃষক আরও বলেন যে শেষবার তাঁরা প্রতিবাদ করেছিলেন পাঞ্জাবে। কিন্তু সেটি খুব কম সময়ে জন্য ছিল। এবার তাঁরা কোমর বেঁছে ময়দানে নেমেছেন এবং প্রয়োজনে নোটিশ নিতে বাধ্য করবেন।
ফার্ম ইউনিয়ন নেতাদের দাবি, প্রায় ৩ লক্ষ কৃষক বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছেন। সেখানে প্রায় ৭০০ ট্রলার রয়েছে। যার প্রতিটির মধ্যে ২০ জন করে রয়েছেন। বৃহস্পতিবার সকালে তারা হরিয়ানার ঠিক বাইরে প্রথম প্রতিবন্ধকতা অতিক্রম করেছেন। সেখানে একটি সেতুতে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিজেপি দ্বারা শাসিত হরিয়ানা কৃষকদের আটকাতে সমস্ত শক্তি ব্যবহার করেছে। লাঠি ও তরোয়াল দিয়ে সজ্জিত কিছু কৃষককে ব্যারিকেডের অন্য পাশ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে এবং হরিয়ানা পুলিশ গাড়িগুলিকে শারীরিকভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তারা টিয়ারগাস এবং জলের কামানের মুখোমুখি হয় এবং পিছু হটতে অস্বীকার করে। দু’ঘণ্টার লড়াইয়ের পরে, কৃষকরা সেতুটি অতিক্রম করে।