নয়াদিল্লি: গতকাল প্রজাতন্ত্র দিবসের দিন একেবারে অন্যরকম পরিস্থিতির সম্মুখিন হতে হয়েছিল গোটা দেশবাসীকে। ফের একবার উত্তাল হয়েছিল রাজধানী, কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের জন্য। এমনকি লালকেল্লায় পর্যন্ত ‘তাণ্ডব’ করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে তাদের বিরুদ্ধে। যদিও এই ঘটনার পেছনে বিজেপি পন্থী অভিনেতার হাত দেখতে পাচ্ছেন বিক্ষোভকারী কৃষকরা! তাদের দাবি, লালকেল্লায় যেতে চাননি তারা, সেখানে গিয়েই ভাবে তাণ্ডব করার পেছনে ষড়যন্ত্র রয়েছে।
গতকাল রাজধানীর ঘটনার জন্য বহিরাগতরা দায়ী বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন কৃষক সংগঠনগুলির সদস্যরা। তাদের তরফে জানানো হয়েছিল, ট্রাক্টর মিছিলকে ঘিরে তৈরি হওয়া অশান্তি একেবারেই অনভিপ্রেত। তাদের মিছিলকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এবার তাদের নিশানায় পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দীপ সিধু। দাবি করা হচ্ছে, এই অভিনেতা বিজেপি সমর্থক এবং গতকাল তিনি ষড়যন্ত্র করে কিছু বহিরাগতকে সঙ্গে নিয়ে লালকেল্লা অভিযান করেছিলেন। কৃষকদের আন্দোলনকে কলুষিত করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করা হয়েছে তাদের তরফে। কৃষকদের বক্তব্য, দীপ শুধু যাতে আন্দোলনে যোগ না দেন এটা শুরু থেকেই চাইছিলেন তারা। গতকালের ঘটনার পর আরো একবার তার বিরুদ্ধে সরব হয়েছেন কৃষক সংগঠনগুলির সদস্যরা।
এদিকে গতকালের ঘটনা নিয়ে ফেসবুক লাইভে পাঞ্জাবি গায়ক-অভিনেতা দাবি করেছেন, তিনি লালকেল্লায় শুধু নিশান সাহেবের পতাকা লাগিয়েছিলেন, ভারতের জাতীয় পতাকা সরানো হয়নি। যদিও লালকেল্লা থেকে ভারতের জাতীয় পতাকা সরানো হয়েছে কিনা এই নিয়ে দ্বিধা-বিভক্ত নেটিজেনরা। কেউ কেউ দাবি করেছেন জাতীয় পতাকার সরিয়ে কৃষকরা নিজেদের পতাকা লাগিয়ে কলুষিত করেছেন দেশকে, অন্যদিকে কেউ কেউ বলছেন বিজেপির আইটি সেল ইচ্ছে করে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে দেশবাসীকে। লালকেল্লার কোথাও থেকে জাতীয় পতাকা সরানো হয়নি। তবে এখন এই দীপ সিধুকে নিয়ে জোর বিতর্ক। কারণ তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির অনেক শীর্ষ নেতৃত্বের যোগাযোগ রয়েছে বলেও দাবি করা হচ্ছে। যার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।