কৃষি বিল নিয়ে উত্তাল দেশ, কেন্দ্রের ‘কৃষক মৃত্যু পরিয়োনা’য় সই করবে না কংগ্রেস!

কৃষি বিল নিয়ে উত্তাল দেশ, কেন্দ্রের ‘কৃষক মৃত্যু পরিয়োনা’য় সই করবে না কংগ্রেস!

 

নয়াদিল্লি: বিরোধীদের প্রবল প্রতিবাদের মাঝেই রবিবার রাজ্যসভায় পেশ হল কৃষি বিল৷ এই বিলকে কৃষকদের ‘মৃত্যু পরোয়ানা’ বলে উল্লেখ করল কংগ্রেস৷ রাজ্যসভায় কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজোয়া সাফ জানিয়ে দেন, ‘‘কৃষকদের মৃত্যু পরোয়ানায় সই করব না আমরা৷’’

আরও পড়ুন- উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ, পরিস্থিতি খতিয়ে দেখতে ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন নমো

কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরুদ্ধে এদিন সকাল থেকেই পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে৷ জোট ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে অকালি শিরোমণি দল৷ অথচ লোক সভায় পাশ হওয়ার পর এদিন ‘কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন’ এবং ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি’ সংক্রান্ত দুটি বিল রাজ্য সভায় পেশ করা হয়৷ এদিন কৃষি বিল পেশ হতেই প্রতাপ সিং বাজোয়া বলেন, ‘‘কংগ্রেস এই বিল খারিজ করল৷ আমরা কৃষকদের মৃত্যু পরোয়ানার সই করব না৷ আপনারা কৃষকদের জন্য যে মুনাফার কথা বলছেন, তা কৃষকরা চায় না৷ এটা তাঁদের কোনও উপকারে আসবে না৷ তবুও জোড় করে তাঁদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে৷’’ 

বাজোয়া আরও বলেন, ‘‘কৃষকরা অশিক্ষিত নয়৷ তাঁরা এটা বোঝে যে, এই বিলের মাধম্যে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) মিলবে না৷ একবার এই বিল পাশ হয়ে গেলে কর্পোরেট হাউসগুলি কৃষি জমির দখল নেবে৷’’ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পর্তুগিজরা ঠিক একই ভাবে প্রতারণা করে আমাদের দেশের বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল বলেও উল্লেখ করেন তিনি৷ যদিও এদিন বিল পেশ করার সময় কেন্দ্রীয় কৃষি উন্নয়ন, কৃষক কল্যাণ ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, ‘‘এই বিল কৃষকদের ন্যায্য দাম পাওয়ার পথে কোনও প্রতিবন্ধকতা তৈরি করবে না৷’’ এই বিলের পক্ষে সওয়াল করেছেন খোদ প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘কৃষি বিল পাশ হলে সরকারি ন্যূনতম সহায়ক মূল্য মিলবে না বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে৷’’

আরও পড়ুন – PAN কার্ড নষ্ট হয়ে গিয়েছে? চিন্তা নেই, আবেদন করুন সহজ কয়েকটি পদ্ধতিতে

এদিকে, কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি’র সবচেয়ে পুরোন শরিক অকাশি শিরোমণি দল৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন হরসিমরত কউর বাদল। সুর চড়িয়েছে বিরোধী কংগ্রেসও৷ এদিন রাহুল গান্ধী টুইট করে বলেন, ‘‘মোদী সরকারের কৃষি বিরোধী কালো আইনে কি ভাবে এমএসপি পাবেন কৃষকরা? এই আইনে এমএসপি’র নিশ্চয়তা নেই কেন? মোদীজি কৃষকদের পুঁজিপতিদের দাস করে দিচ্ছেন৷ যা দেশ কখনই সফল হতে দেবে না৷’’     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 2 =