হায়দরাবাদ: কয়েকদিন আগে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হায়দরাবাদে মৃত্যু হয় ৬৫ বছরের এক বৃদ্ধার। মৃত্যুর পর জানা গিয়েছে তিনি কোভিড পজিটিভ ছিলেন। এভাবেই অজান্তে তাঁর পরিবারের আরও ১৭ জনের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, এখনও অবধি তেলেঙ্গানায় একই পরিবারের এত জনের সংক্রমিত হওয়ার খবর এই প্রথম। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এর থেকেই স্পষ্ট কীভাবে বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। তবে এক্ষেত্রে সবচেয়ে চিন্তার বিষয় হল ওই প্রৌঢ়ার শরীরে কীভাবে করোনা সংক্রমণ এল তা বুঝে উঠতে পারছেন না চিকিৎসকরা। মিউনিসিপাল কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর শুরু করেছে স্বাস্থ্য দফতর।
সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশাসনের তরফে পুরনো শহরের তালাব কাট্টা অঞ্চলে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ, তাঁর নমুনা পরীক্ষার ফল আসার আগে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তাঁর সংস্পর্শে আসা ১৭ জনকে ভর্তি করা হয়েছে গান্ধি হাসপাতালে। বাকি ২৪ জনকে রাখা হয়েছে নিজামিয়া উনানি হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে। ভারতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা৷ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ করোনায় সারা ভারতে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টে জানা গিয়েছে, ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১১,৪০০ জন৷ গত ২৪ ঘণ্টায় ভারতে ১,০৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ ভারতে মহারাষ্ট্রের মানুষ সব থেকে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন৷ এরপর রয়েছে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান৷ মহারাষ্ট্রে ২৬৮৭ জন, দিল্লিতে ১৫১৬ জন, তামিলনাড়ুতে ১২০৪, রাজস্থানে ৯৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে৷ মধ্যপ্রদেশে ৭৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷