Aajbikel

দেশজুড়ে জাল নোটের কারবার চালাচ্ছে দাউদ! তল্লাশিতে জোর দিচ্ছে NIA

 | 
দাউদ

নয়াদিল্লি: দাউদ ইব্রাহিম। নামটা শোনার সঙ্গে সঙ্গেই একরাশ ঘৃণা জন্মায় ভারতবাসীর। অপহরণ থেকে শুরু করে তোলাবাজি, বিস্ফোরণ, হত্যা... কী কী করেনি দাউদ এবং তার ডি-গ্যাং। দীর্ঘ সময় আগে ভারত ছেড়ে পালিয়ে অন্য দেশে নিজের সাম্রাজ্য বিস্তার করেছে সে। এবার সেখান থেকেই জাল টাকার কারবার বিস্তার করার চেষ্টা করছে তার দল। ভারতের অর্থনীতি খারাপ করার পন্থা নিয়েছে সে। 

বেশ কয়েক বছর ধরেই এই চক্রের মাস্টারমাইন্ডের সন্ধানে তদন্ত চালাচ্ছিল এনআইএ। ২০২১ সালে দুজনকে গ্রেফতারও করে তারা। জানা গিয়েছে, তারা এই দাউদের গ্যাঙয়ের লোক। মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকায় এনআইএ তল্লাশি অভিযান চালিয়ে এই জাল টাকার ব্যবসার সন্ধান পেয়েছে বলেই সূত্রের খবর। জানান হয়েছে, দাউদ ইব্রাহিমের সংগঠন ভারত, বাংলাদেশ, নেপাল সহ একাধিক দেশের মুদ্রাকে জাল করে নকল টাকার ব্যবসা বাঁধতে শুরু করেছে। এমনকি ভারতের নতুন দু’হাজার টাকার নোট জাল করেও কাজ চালাচ্ছিল ডি কোম্পানি। কিন্তু এই নোট ছাপানো কমে যাওয়ায় তারা নতুন ৫০০ টাকার নোটকে টার্গেট করেছে। 

যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের জেরা করে এনআইএ জানতে পেরেছে যে, ডিজিটাল ডিভাইস দিয়ে জাল নোট ছাপার ব্যবস্থা রয়েছে দেশের অন্দরে একাধিক জায়গায়। সকলের নজরে পড়বে না এমন জায়গাতেই জাল নোট ছাপার কারবার বাড়িয়েছে তারা। কোন কোন রাজ্যে এই জাল নোট সবথেকে বেশি ছড়িয়েছে তার হদিশ করতে তল্লাশি অভিযানে আরও জোর দেওয়া হচ্ছে। 

Around The Web

Trending News

You May like