দেশে ফের হবে লকডাউন? ভুয়ো খবরে সতর্ক করল PIB

 

বিগত কয়েকদিনে এনডিএমএ এর নাম উল্লিখিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তির স্ক্রিনশট সহ একটি পোস্ট অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। যেখান লেখা রয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আরও একটি লকডাউন জারি করছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এই ধরণের কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি বলে টুইটারে পোস্ট করে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

Lockdown

Lockdown

নয়াদিল্লি: দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে আগামী ২৫ শে সেপ্টেম্বর থেকে আরও একদফা লকডাউনের কোনো প্রস্তাব দেয়নি সরকার। সোমবার, “ফেক নিউজ” সতর্কতা সহ একটি পোস্টের মাধ্যমে এই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানালো প্রেস ইনফরমেশন ব্যুরো। এই ধরনের কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি বলেই টুইটার পোস্টে জানিয়েছে পিআইবি।বিগত কয়েকদিনে এনডিএমএ এর নাম উল্লিখিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তির স্ক্রিনশট সহ একটি পোস্ট অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে।

যেখান লেখা রয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আরও একটি লকডাউন জারি করছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)।  কারণ হিসেবে উল্লেখ রয়েছে, দেশে করোনা সংক্রামণ বৃদ্ধি এবং মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে, প্ল্যানিং কমিশন সহ এনডিএমএ-এর তরফে  ভারত সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও ২৫ সেপ্টেম্বর থেকে ফের ৪৬ দিনের জন্য দেশব্যাপী কঠোর লকডাউনের আবেদন জানিয়েছে। এমনকি ১০ সেপ্টেম্বর তারিখ দেওয়া ওই বিজ্ঞপ্তিতে এমনটাও উল্লেখ করা হয়েছে যে লকডাউন চলাকালীন সেই অনুসারে দেশে প্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে মন্ত্রক যেন প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করে সেই উদ্দেশ্যে  এনডিএমএ-এর তরফে এই আগাম বিজ্ঞপ্তি  জারি করা হচ্ছে।

 

যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো। প্রসঙ্গত, এই করোনা মহামারী নিয়ন্ত্রণে মার্চের শেষে একটানা কঠোর লকডাউনের সাক্ষী থেকেছে গোটা দেশ। এরপর গত জুন থেকে,  পর্যায়ক্রমে শুরু হয়েছে আনলকপর্ব। আর এর মধ্যেই আবারও লকডাউনের বিজ্ঞপ্তি, স্বাভাবিক ভাবেই উদ্বেগের কারণ হয়ে উঠছিল সাধারণ মানুষের কাছে।  যদিও এই কঠোর লকডাউনের পরেও আনলকপর্বে করোনা সংক্রমণের সংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। ভারতবর্ষে ৪৮ লক্ষেরও বেশি সংক্রমণ রয়েছে। বিগত কয়েক দিন ধরে, প্রতিদিন ৯০,০০০ এরও বেশি সংক্রমণ সনাক্ত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের অর্থনীতির হাল ধরতে “আনলক” পর্ব শুরু হলেও  টিকা না পাওয়া পর্যন্ত নাগরিকদের মাস্ক এবং সামাজিক দূরত্ব সহ সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =