Jio-র পর এবার কি TikTok কিনবে Facebook? চ্যালেঞ্জের মুখে চিনা সংস্থা!

Jio-র পর এবার কি TikTok কিনবে Facebook? চ্যালেঞ্জের মুখে চিনা সংস্থা!

নয়াদিল্লি: ভারতে ইন্টারনেট নিয়ে রমরমার পিছনে যে জিও’র বৃহত্তর ভূমিকা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই৷ চার বছরেরও কম সময়ে ৩৮৮ মিলিয়ন ভারতীয়কে নেট দুনিয়ায় সামিল করেছে মুকশ আম্বানির রিলায়েন্স জিও৷ এবার এই পরিষেবার ভাগিদার হতে চলেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক৷ বুধবার সকালেই রিলায়েন্স জিও’র সঙ্গে হাত মিলিয়েছে মার্ক জুকাবার্গের সংস্থা৷ জিও প্ল্যাটফর্মের প্রায় ১০ শতাংশ মালিকানা কিনতে চলেছে এই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা৷ এদিকে, জিও এবং ফেসবুকের এই চুক্তিতে কঠিন চ্যালেঞ্জের মুখে শর্ট-ফর্ম্যাটের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক৷ 

২০১৮ সালে ভারতে বিপুল জনপ্রিয় হয় টিকটক৷ এক বছরের মধ্যেই প্রায় এক কোটি মোবাইলে জায়গা করে নেয় এই অ্যাপ৷ দিন দিন সদস্য সংখ্যা বাড়ছে টিকটকের৷ বর্তমানে ভারতের প্রায় ২ কোটি মানুষ টিকটক ব্যবহার করে৷ এর মধ্যে মাসে প্রায় ১২০ মিলিয়ন বা ১ কোটি ২০ লক্ষ অ্যাকটিভ ইউজার রয়েছে টিকটকের৷  ২০২০-র মধ্যে এই প্ল্যাটফর্মে প্রায় তিন কোটি ইউজার সামিল হবেন বলে আশাবাদী তারা৷ অ্যাপ অ্যানি’র রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে ভারতে মোবাইল ফোনে টিকটক ডাউনলোড করেছেন ৩২৩ মিলিয়ন ইউজার৷ এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভারতে শর্ট-ফর্ম্যাট ভিডিও’র চাহিদা বেশ তুঙ্গে৷ 

ভারতে শর্ট-ফর্ম্যাট ভিডিও’র এই চাহিদাকে কাজে লাগিয়েই বাজিমাত করতে চাইছে ফেসবুক৷ ছোট মাপের ভিডিও’র জন্য ‘লাসো’ নামে একটি ভিডিও অ্যাপ আনার চিন্তাভাবনা করছে এই সংস্থা৷ ২০১৯ সালে মার্কিন মুলুকে এই অ্যাপটি চালু করেছিল ফেসবুক৷ এদিন জিও’র সঙ্গে হাত মেলানোর পর ভারতেও এই অ্যাপ চালু করার চিন্তাভাবনা করছেন মার্ক জুকেরবার্গ৷ 

২০১৯ সালের তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ৪৫১ মিলিয়ন ইন্টারনেট ইউজার আছেন৷ যাঁদের অধিকাংশই জিও’র সঙ্গে যুক্ত৷ ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েসন অফ ইন্ডিয়া (আইএএমএআই) এবং নিলসেনের রিপোর্ট অনুযায়ী, ৭২ শতাংশ বা ১৩৯ মিলিয়ন শহুরে ভারতবাসী প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করছেন৷ গ্রামাঞ্চলে ডিজিটালি অ্যাকটিভ থাকেন প্রায় ১০৯ মিলিয়ন বা ৫৭ শতাংশ মানুষ৷ জিও’কে সঙ্গে নিয়ে এই বৃহত্তর ইন্টারনেটের বাজারকেই ধরতে চাইছেন ফেসবুক কর্তা৷ ফলে টিকটক-কে যে কড়া টক্কর দিতে চলেছে ফেসবুক, তা বলাই বাহুল্য৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =