কেন জিও’র সঙ্গে গাঁটছড়া বাঁধল ফেসবুক? জানালেন জুকারবার্গ

কেন জিও’র সঙ্গে গাঁটছড়া বাঁধল ফেসবুক? জানালেন জুকারবার্গ

নয়াদিল্লি: ডিজিটাল দুনিয়ায় বিপ্লব ঘটাল ফেসবুক-জিও’র মেলবন্ধন৷ ৪৩,৫৭৪ কোটি টাকায় রিলায়েন্স জিও’র ৯.৯ শতাংশ শেয়ার কিনে নিল সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক৷ বুধবার ফেসবুক-কর্তা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতেই জিও-র সঙ্গে হাত মিলিয়েছে তারা।

জুকারবার্গের পর জিও’র পক্ষ থেকেও বিবৃতি দিয়ে এই চুক্তির বিষয়ে জানানো হয়৷ ওই বিবৃতিতে বলা হয়, সংস্থার একটি ছোট অংশে কোনও টেক কম্পানির এটা সবচেয়ে বড় বিনিয়োগ৷ ফেসবুকের সঙ্গে এই পার্টনারশিপ প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, ‘‘ ২০১৬ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রি জিও পরিষেবার মাধ্যমে ভারতে ডিজিটাল সর্বোদয়া প্রকল্পের স্বপ্ন পূরণের চেষ্টা করেছিলাম৷ এই চুক্তিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্নপূরণের প্রচেষ্টা৷ লং-টার্ম পার্টনার হিসেবে ফেসবুককে স্বাগত৷ জিও ও ফেসবুক মিলে ডিজিটাল ইন্ডিয়ার মিশন সফল  করবে৷’’

কেন জিও’র সঙ্গে গাঁটছড়া বাঁধল ফেসবুক৷ এই প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে জুকারবার্গ বলেন, “ফেসবুক রিলায়েন্স জিও’র সঙ্গে জোট বাঁধতে চলেছে। আমরা এই সংস্থায় আর্থিক বিনিয়োগ করেছি। অদূর ভবিষ্যতে একসঙ্গে বেশ কিছু বড় প্রোজেক্টে কাজ করতে চলেছি আমরা৷ যা ভারতে বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে।”  জুকারবার্গ আরও বলেন, “ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ইউজার সবচেয়ে বেশি রয়েছে  ভারতে। অনেক প্রতিভাবান ব্যবসায়ীও রয়েছেন এই দেশে। এই সময় ডিজিটাল বিপ্লবের মুখোমুখি দাঁড়িয়ে ভারত। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে জিও।”

জুকারবার্গ আরও বলেন, লকডাউন পরিস্থিতিতে সংকটে পরেছে ভারতের ব্যবসা-বাণিজ্য৷ এই অবস্থায় ভারতের পাশে দাঁড়াতেই জিও-র সঙ্গে জোট বেঁধেছে ফেসবুক৷ তিনি আরও বলেন, “লকডাউনের মধ্যে ছোট ব্যবসায়ীরা বিপদে পড়েছে৷ বড় বিদেশি সংস্থাগুলির বিনিয়োগের দিকে তাকিয়ে রয়েছে তারা৷ এই সময় এটুকু সাহায্য আমরা করতে পারি। জিও-র সঙ্গে এই পার্টনারশিপের ফল অনেক ছোট কোম্পানিগুলির সামনে নতুন পথ খুলে যাবে।” সম্প্রতি ভারতে ডিজিটাল পেমেন্ট সার্ভিস চালু করার ছাড়পত্র পেয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে গুগল পে কিংবা পেটিএমের মতো সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামছে ফেসবুকের মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই প্রতিযোগিতায় নামার আগে একটা বড় লগ্নির প্রয়োজন ছিল৷ জিও-র সঙ্গে হাত মিলিয়ে সেই কাজটাই করেছে ফেসবুক। তারা চাইছে হোয়াটসঅ্যাপের সঙ্গে রিলায়েন্সের ই-কমার্স সংস্থা জিওমার্টকে যুক্ত করে একটা নতুন পরিষেবা তৈরি করতে।

ভারতের প্রায় ৪০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷ অন্যদিকে ভারতের ইন্টারনেট দুনিয়ার চেহারাই বদলে দিয়েছে আম্বানির রিলায়েন্স  জিও। এই দুই সংস্থার মেলবন্ধন ভারতের ভবিষ্যত বাণিজ্যকে নয়া দিশা দেখাবে বলেই আশাবাদী তারা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + nine =