নয়াদিল্লি: ‘‘সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত একজন সংসদ সদস্যকে প্রতিরক্ষা-বিষয়ক কমিটির সদস্য মনোনীত করা হয়েছে৷ যা দেশের জন্য দুর্ভাগ্যজনক৷’’ ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে ২১ সদস্যের কমিটিতে মনোনীত হওয়ায় পর এমনই প্রতিক্রিয়া জানাল কংগ্রেস৷
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বলেছিলেন, তাঁকে কখনও ক্ষমা করবেন না৷ এখন সেই সাংসদকেই প্রতিরক্ষার মত গুরুত্বপূর্ণ পরামর্শদাতা কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হল৷
কংগ্রেসের মুখপাত্র রনদীপ সিং সুরজেওয়ালা এবিষয়ে এক ট্যূইটে লিখেছেন ‘মোদি হ্যায় তো সব হ্যায়৷’ অর্থাৎ, মোদি থাকলে সবকিছুই সম্ভব৷ ২০০৮ মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে অভিযুক্ত ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর৷
তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে৷ এখনও তার অপরাধ বিচারাধীন৷ জামিনে মুক্ত রয়েছেন তিনি৷ ২০১৯এর লোকসভা নির্বাচনে বর্ষীয়ান কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংকে হারিয়ে ভোপাল থেকে সাংসদ হয়েছেন এই বিজেপি নেত্রী৷