দু’বার গাছে ধাক্কা, আগুনের গোলা হয়ে মাটিতে ভেঙে পড়ে চপার: প্রত্যক্ষদর্শী

দু’বার গাছে ধাক্কা, আগুনের গোলা হয়ে মাটিতে ভেঙে পড়ে চপার: প্রত্যক্ষদর্শী

কুন্নুর: আজ দুপুরে তামিলনাড়ুতে ভেঙে পড়েছে সেনা হেলিকপ্টার যার ভেতরে ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত সহ ১৪ জন। শেষ পাওয়া খবরে অনুযায়ী ১৩ জনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। তবে হেলিকপ্টার ভেঙে পড়ার মুহূর্ত কেমন ছিল তা জানা গিয়েছে এক প্রত্যক্ষদর্শীর বয়ানে। কৃষ্ণ স্বামী নামের এক ব্যক্তি এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি জানিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক।

ওই স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন, হঠাৎ একটি বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যান তিনি এবং দেখতে পান হেলিকপ্টার সজোরে গাছে ধাক্কা মেরেছে এবং দাউদাউ করে আগুন ধরে গেছে তাতে। তারপর সেটি আরও একটি গাছে ধাক্কা মারার পর সজোরে নিচে পড়ে যায়। এরপর অর্ধদগ্ধ অবস্থায় তিন-চারজন হেলিকপ্টারের ভেতর থেকে বাইরে আসার চেষ্টা করেন। তারপর তিনি সঙ্গে সঙ্গে বেশ কয়েকজনকে ডেকে আনেন এবং তাড়াতাড়ি উদ্ধার কাজ শুরু করার চেষ্টা করেন। একই সঙ্গে দমকল এবং স্থানীয় পুলিশের খবর দেন বলে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত বায়ুসেনার তরফে দুর্ঘটনার সঠিক কারণ আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি৷ তবে  সূত্রের খবর, হাই ট্রান্সমিশন তার বা বিদ্যুৎবাহী তারে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। কিন্তু সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, কী ভাবে এমআই-১৭ কপ্টারটি এত নীচে নেমে এল? সেনা আধিকারিকেরা মনে করছেন আবহাওয়ার জন্যও দুর্ঘটনাটি ঘটতে পারে৷ কারণগত কয়েকদিন ধরে ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কুয়াশার জেরে দৃশ্যমানতাও কম ছিল৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা৷

যে চপার দুর্ঘটনার কবলে পড়েছে সেটি হল MI-17, এবং এর ভেতরে সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী ছাড়াও ছিলেন নায়েক গুরসেবক সিং, নায়ক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল। জানা গিয়েছে, মাত্র কুড়ি মিনিটের সফর ছিল তাঁদের কিন্তু আকাশে ওড়ার আট দশ মিনিটের মাথাতেই এই বিরাট দুর্ঘটনা ঘটে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =