অরুণাচল: অরুণাচল প্রদেশের জঙ্গলে মিলল নয়া পিট ভাইপারের নয়া প্রজাতির। গবেষকরা মনে করছেন, লালচে-বাদামি রংয়ের দেখতে এই পিট ভাইপার প্রজাতির সাপটি দেখতে একেবারে নতুন ধরনের। অরুণাচলের জঙ্গলে সেটির সন্ধান পাওয়ার বিষয়টিও ব্যতিক্রমী।
সম্প্রতি অরুণাচলের কামেং জেলার জঙ্গলে জীব বৈচিত্রের উপর সমীক্ষা চালিয়েছিলেন পুনের ইন্ডিয়া ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশনের একদল গবেষক। তাঁরাই সাপটিকে উদ্ধার করেন। তবে সাপটিকে প্রথমে দেখতে পেয়েছিলেন কামেং জেলার রামদা গ্রামের এক বাসিন্দা। গবেষক দলের নেতৃত্বে থাকা অশোক ক্যাপ্টেন বলেছেন,‘ভিট ভাইপারের অনেক প্রজাতি রয়েছে। এই প্রজাতি কোনও ধরনের তা ডিএনএ পরীক্ষার পরই জানা যাবে।’
তিনি আরও জানিয়েছেন, পিট ভাইপার হল অত্যন্ত বিষধর সাপ। অরুণাচলের প্রকৃতিগত পরিবেশে এদের বসবাস করার বিষয়টি বিরল। এটি আরও বিরল কারণ, এটির উষ্ণতা মাপার অভিনব ক্ষমতা রয়েছে। যেটির সন্ধান পাওয়া গিয়েছে সেটি পুরুষ পিট ভাইপার। তার কোনও সঙ্গী রয়েছে কি না দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও সমীক্ষা চালানো হচ্ছে। ভারতে পিট ভাইপারের সন্ধানের এই খবর সরীসৃপ গবেষণা সংক্রান্ত রাশিয়ার একটি জার্নালে প্রকাশিত হয়েছে বলে ক্যাপ্টেন জানিয়েছেন।