নয়াদিল্লি: শীঘ্রই বাড়তে চলেছে দেশের অন্যতম অভিজাত ট্রেন রাজধানী এক্সপ্রেস গতি। রেল সূত্রে খবর এমনই। বর্তমানে রাজধানী এক্সপ্রেসে একটি ইঞ্জিন থাকে। তার বদলে দু’টি ইঞ্জিন দিয়ে চালানোর পরিকল্পনা করা হয়েছে।
ইতিমধ্যে দিল্লি-মুম্বই রুটে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছে রাজধানী এক্সপ্রেস। সেই যাত্রায় নির্ধারিত সময় থেকে মোট ১০৬ মিনিট সাশ্রয় করা গিয়েছে বলে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনের সামনে ও পেছনে দু’টি ইঞ্জিন লাগিয়ে চলবে রাজধানী এক্সপ্রেস। রেলের ভাষায় যাকে ‘পুশ অ্যান্ড পুল সিস্টেম’ বলা হচ্ছে।