IED বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি, অদূরেই ছিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

IED বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি, অদূরেই ছিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: দেশের রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার সন্ধ্যায় দিল্লির ইজরায়েলের দূতাবাসের কাছে একটি ফুটপাতে ঘটে এই বিস্ফোরণ। দিল্লি পুলিশ এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে৷ এই বিস্ফোরণে ওই ফুটপাতের বেশকিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও সূত্রের খবর, ওই ফুটপাতের বেশ কিছু অংশের সঙ্গে কিছু উইন্ডস্ক্রিন এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত কোনো হতাহতের খবর মেলেনি এই বিস্ফোরণের কারণে। এই ঘটনায় দিল্লি পুলিশের একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে৷ এলাকা ঘিরে রেখেছে পুলিশ৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আইইডি’র মাধ্যমে ঘটানো হয়ে থাকতে পারে বিস্ফোরণ৷ সঠিকভাবে এই বিস্ফোরণের কারণ এখন জানা যায়নি৷ ইজরায়েলের দূতাবাস থেকে ৪০-৫০ মিটার দূরে ‘জিন্দাল হাউস’ নামে একটি বেসরকারি ফার্মের কাছে বিস্ফোরণ ঘটেছে। বর্তমানে দিল্লি পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে রয়েছে৷ ঘটনার তদন্ত চলছে জোরকদমে। এই ঘটনার পর রাজধানী দিল্লিকে নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে, এলাকায় এলাকায় শুরু হয়েছে নাকাবন্দি৷ ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ৷

কিন্তু, আজ বিকালে যেখানে বিস্ফোরক ঘটেছে, তার দু’কিলোমিটারের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন৷ রয়েছেন একাধিক মন্ত্রীর বাসভবন৷ ঠিক যে সময়ে বিস্ফোরণ ঘটে, ঠিক তখন বিস্ফোরণস্থলের  আড়াই কিলোমাটারের মধ্যে দিল্লির বিজয় চকে চলছিল ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠান৷ সেখানে ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী-আমলা ও অতিথিরা৷ গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের জেরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে রাজধানীতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − five =