সুখবর! আজ শুরু করোনা-টিকার পরীক্ষামূলক প্রয়োগ, অংশ নিতে পানেন আপনিও

সুখবর! আজ শুরু করোনা-টিকার পরীক্ষামূলক প্রয়োগ, অংশ নিতে পানেন আপনিও

নয়াদিল্লি: আশঙ্কা ছিল৷ মিলেছিল ইঙ্গিত৷ এবার সেই সমস্ত আশঙ্কা ও ইঙ্গিত মিলিয়ে অবশেষে করোনার গোষ্ঠী সংক্রমণের দাবি একপ্রকাশ মানতে বাধ্য হল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ৷ কেননা, গত এক মাস সংক্রমণ গ্রাফ ছুটছে অশ্বমেধের ঘোড়ার গতিতে৷ প্রতিদিন ভাঙছে, গড়ছে করোনা সংক্রমণের রেকর্ড৷ দেশে একদিনেই করোনা আক্রান্ত প্রায় ৩৯ হাজার৷ আর এই পরিস্থিতি দাঁড়িয়ে এবার কেন্দ্রের দাবি উড়িয়ে দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছে আইএমএর৷ তবে, দেশে গোষ্ঠী সংক্রমণের দাবি স্বীকার করা হলেও আজ রয়েছে বেশ কিছু সুখবর৷

করোনা সঙ্কটের মুহূর্তে সাধারণ জনতার নজর এখন প্রতিষেধকের দিকে৷ আজ গোটা দেশ তাকিয়ে রয়েছে ভারতে তৈরি প্রথম টিকা কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের দিকে৷ কেননা, আজ দিল্লির এইমসে শুরু হবে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ৷ ইতিমধ্যেই এই কাজে অনুমোদন দিয়েছে হাসপাতালের এথিকস কমিটি৷ জানা গিয়েছে, প্রাপ্তবয়স্ক ১০০ জনের শরীরে এই কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হবে৷ বহু মানুষ এই পরীক্ষামূলক প্রয়োগে নিজের শরীর দিতে চেয়েছেন৷ অংশ নিতে চেয়ে আবেদনও করেছেন৷ আজ সোমবার থেকে শুরু হবে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা৷ আগ্রহী স্বেচ্ছাসেবকদের নাম নথিভুক্ত করার কাজও শুরু করে দেওয়া হয়েছে৷ 

এবিষয়ে দিল্লি এইমসের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক সঞ্জয় রায় জানিয়েছেন, এথিকস কমিটির অনুমোদন দেওয়ার পর কো-মরবিডিটি নেই কিংবা করোনায় আক্রান্ত হননি, এমন ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের বেছে বেছে টিকা দেওয়া হবে৷  এই কাজে প্রয়োজন আরও বেশি স্বেচ্ছাসেবক৷ এই প্রয়োগে কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়েও বিস্তারিত জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ এই Ctaiims.covid19@gmail.com ইমেলে আবেদন পাঠানো যাবে৷ পাশাপাশি ৭৪২৮৮৪৭৪৯৯ নম্বরে ফোন কিংবা এসএমএস করেও আবেদন করা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + six =