#ExitPolls: কার দখলে তামিলনাড়ু? কী উঠে আসছে সমীক্ষায়, জানুন বিস্তারিত

#ExitPolls: কার দখলে তামিলনাড়ু? কী উঠে আসছে সমীক্ষায়, জানুন বিস্তারিত

 

তামিলনাড়ু: শেষ হল চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। অসম, তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ ও পুদুচেরিতে কে হাসবে শেষ হাসি? তাই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অবশেষে প্রকাশিত হল বহু প্রতীক্ষিত ‘এক্সিট পোল’। বিধানসভায় বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুতে বাজি মারতে চলেছে ডিএমকে।

 

ইন্ডিয়া টুডে আক্সিস: এআইএডিএমকে- ৩৮-৫৪, ডিএমকে- ১৭৫-১৯৫

টুডেজ চাণক্য: এআইএডিএমকে- ৪৬-৬৮, ডিএমকে- ১৬৪-১৮৬

সিএনএক্স: এআইএডিএমকে- ৫৮-৬৮, ডিএমকে- ১৬০-১৭০

TV9-পলস্ট্রাট: এআইএডিএমকে- ৭৫-৮৫, ডিএমকে- ১৪৩-১৫৩

এবিপি-সি ভোটার: এআইএডিএমকে- ৫৮-৭০, ডিএমকে- ১৬০-১৭২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =