#ExitPolls: কার দখলে কেরল? কী উঠে আসছে সমীক্ষায়, জানুন বিস্তারিত

#ExitPolls: কার দখলে কেরল? কী উঠে আসছে সমীক্ষায়, জানুন বিস্তারিত

 

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা নির্বাচন হয়েছে দেশের আরও তিনটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। গত ৬ এপ্রিলেই শেষ হয়ে গিয়েছিল তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির নির্বাচন। আগামী পাঁচ জন্য কাদের মসনদে বসাবেন জনগণ সেটা জানা যাবে ২ মে। তার প্রাক্কালে কেরলের বুথ ফেরৎ সমীক্ষায় কী উঠে আসছে দেখা যাক…

P-MARQ: এলডিএফ- ৭২-৭৯, কংগ্রেস- ৬০-৬৬, বিজেপি- ০-৩, অন্যান্য- ০-১

Republic TV-CNX: এলডিএফ- ৭২-৮০, কংগ্রেস- ৫৮-৬৪, বিজেপি- ১-৫, অন্যান্য- ০

India Today Axis My India: এলডিএফ- ১০৪-১২০, কংগ্রেস- ২০-৩৬, বিজেপি- ০-২, অন্যান্য- ০-২

CNX: এলডিএফ- ৭২-৮০, কংগ্রেস- ৫৮-৬৪, বিজেপি- ১-৫, অন্যান্য- ০

TV9-Polstar: এলডিএফ- ৭০-৮০, কংগ্রেস- ৫৯-৬৯, বিজেপি- ০-২, অন্যান্য- ০

সমীক্ষায় আরও উঠে আসছে, আসন বাড়লেও বাম জোটকে গদিচ্যুত করতে পারছে না কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। ওয়ানডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দিনের পর দিন সে রাজ্যে ভোট প্রচার করেছেন। কেরলে থেকে নানারকমভাবে জংসংযোগের চেষ্টাও করেছিলেন।  যদিও এক্সিট পোল বলছে কেরলে কংগ্রেস নিজের মাটি শক্ত করতে পারেনি। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *