#ExitPolls: কার দখলে অসম? কী বলছে বুথফেরত সমীক্ষা? কোন পথে গেরুয়া ভাগ্য?

#ExitPolls: কার দখলে অসম? কী বলছে বুথফেরত সমীক্ষা? কোন পথে গেরুয়া ভাগ্য?

অসম: শেষ হল চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। অসম, তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ ও পুদুচেরিতে কে হাসবে শেষ হাসি? তাই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অবশেষে প্রকাশিত হল বহু প্রতীক্ষিত ‘এক্সিট পোল’। সবার প্রথমে নজরে থাকছে ভারতীয় জনতা পার্টি শাসিত অসম।

১২৬টি বিধানসভা আসন বিশিষ্ট অসম বিধানসভায় বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী অসমে ফের একবার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টির সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শেষ দফার ভোট সম্পন্ন হওয়ার পরই প্রকাশিত হল বুথ ফেরত সমীক্ষা। যেখানে স্পষ্টভাবে এগিয়ে থাকতে চলেছে নরেন্দ্র মোদী-অমিত শাহের বিজেপি। ৪৮ শতাংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে গেরুয়া শিবির। সে ক্ষেত্রে ১২৬টি আসনের মধ্যে ৭৫ থেকে ৮৫টি আসন যেতে পারে পদ্ম ব্রিগেডের ঝোলায়।

তবে খুব একটা পিছিয়ে থাকবে না ইউপিএ জোটও। অসম বিধানসভা নির্বাচন ২০২১-এ ৪০ শতাংশ ভোট পেতে পারে জাতীয় কংগ্রেস। সেক্ষেত্রে ৪০ থেকে ৫০টি আসন লাভ করতে পারে তারা। অন্যদিকে, অন্যান্যদের মধ্যে ভাগ হতে পারে বাকি ১২ শতাংশ ভোট। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বামপন্থী দলগুলো-সহ অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১ থেকে ৪টি আসন।

এই রিপোর্ট সামনে আসার পরই অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যেখানে বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে পুনরায় মুখ্যমন্ত্রী পদে দেখতে চান রাজ্যের ১৯ শতাংশ মানুষ। সেখানে রাজ্যের ২০ শতাংশ মানুষ হিমন্ত বিশ্ব শর্মা-কে মুখ্যমন্ত্রীর আসনে দেখতে আগ্রহী। ১৭ শতাংশ মানুষ কংগ্রেসের পক্ষ থেকে যে কোনো নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *