অতিষ্ঠ রাজ্যপাল! রাষ্ট্রপতি শাসন সুপারিশ গেল কেন্দ্রে

মুম্বই: রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র৷ কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানালেন রাজ্যপাল বিএস কেশিয়ারি৷ মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ নিয়ে বৈঠকে বসতে চলেছে মোদি সরকারের মন্ত্রিসভা৷ খুব সম্ভবত আজ রাত সাড়ে আটটা পর্যন্ত চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে মহারাষ্ট্রে৷ অন্যদিকে, মহারাষ্ট্রের ক্ষমতা নিজেদের দখলে আনতে তৎপরতা শুরু করেছে এনসিপি৷ মুখ্যমন্ত্রিত্ব

অতিষ্ঠ রাজ্যপাল! রাষ্ট্রপতি শাসন সুপারিশ গেল কেন্দ্রে

মুম্বই: রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে মহারাষ্ট্র৷ কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানালেন রাজ্যপাল বিএস কেশিয়ারি৷ মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ নিয়ে বৈঠকে বসতে চলেছে মোদি সরকারের মন্ত্রিসভা৷ খুব সম্ভবত আজ রাত সাড়ে আটটা পর্যন্ত চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে মহারাষ্ট্রে৷

অন্যদিকে, মহারাষ্ট্রের ক্ষমতা নিজেদের দখলে আনতে তৎপরতা শুরু করেছে এনসিপি৷ মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে শিবসেনার সঙ্গে সরকার গঠন করতে পারে এনসিপি৷ তবে এখনও পর্যন্ত কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেনি৷ আর তাতেই বাড়ছে ধোঁয়াশা৷ আজ সন্ধ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হলেই আজ সাড়ে আটটার পর হতে পারে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন৷

গতকাল রাত থেকেই চূড়ান্ত নাটক শুরু হয় মহারাষ্ট্রের ক্ষমতা দখলকে কেন্দ্র করে৷ বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের জন্য আগেই ডাক পেয়েছিল বিজেপি৷ কিন্তু রাজ্যপালের প্রস্তাব খারিজ করে দিয়েছে গেরুয়া শিবির৷ অগত্যা শিবসেনাকে সরকার গঠনের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল৷ এবার তৃতীয় দল হিসেবে এনপিকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের অবস্থান জানাতে বলল রাজভবন৷

২৪ ঘণ্টার মধ্যে সরকার গঠনের দাবি জানাতে হবে এনসিপিকে৷ তবে রাজ্যপালের প্রস্তাব নিয়ে এখনই কিছু বলতে নারাজ এনসিপি৷ কংগ্রেস-এনসিপি জোট সেই প্রস্তাবে অংশ দেবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ আর তাতেও যদি সরকার গঠনের দাবি জোরালো না হয়, সেক্ষেত্রে রাজ্যপাল সরাসরি রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন৷ ইঙ্গিত কিন্তু, সেদিকেই যাচ্ছে বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷

অন্যদিকে, গতকাল দিনভর চূড়ান্ত নাটক শেষে মহারাষ্ট্রে শিবসেনার হাত ধরে সরকার গঠনের বার্তা পাঠায় কংগ্রেস-এনসিপি জোট৷ রাজ্যপালের কাছে ফ্যাক্স বার্তা পাঠিয়ে সরকার গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর৷ সূত্রের খবর, শিবসেনার প্রস্তাব খুব সম্ভবত খারিজ করে তৃতীয় দল হিসাবে এনসিপির আমন্ত্রণ রাজ্যপালের৷
হিসাব বলছে, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫টি৷ ১০৫টি আসনে জয়লাভ করেছে বিজেপি৷ শিবসেনা হাতে রয়েছে ৫৬টি আসন৷ এনসিপি-কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৪৪ ও ৫৪টি আসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *