একদম ঠিক করেছে! মোদী সরকারকে হঠাৎ প্রশংসায় ভরালেন মনমোহন সিং

একদম ঠিক করেছে! মোদী সরকারকে হঠাৎ প্রশংসায় ভরালেন মনমোহন সিং

ex pm

নয়াদিল্লি: তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সবথেকে বড় বিষয়, তিনি বিজেপি বিরোধী। এতকাল যাবৎ নানা ইস্যুতে মোদী সরকারের সমালোচনা করে এসেছেন ডঃ মনমোহন সিং। নোটবন্দী ইস্যু থেকে শুরু করে, জিএসটি, ৩৭০ ধারা, দেশের অর্থনীতির হাল, সবকিছুতেই বিজেপি সরকারকে নিশানা করা হয়েছে। কিন্তু এই প্রথমবার মোদী সরকারের একটি নীতির প্রশংসা শোনা গেল ভারতের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর মুখে। কোন বিষয় নিয়ে নিজের মত বদলালেন তিনি? 

রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে গোটা বিশ্ব উত্তাল হয়েছে। কোনও দেশ রাশিয়াকে সমর্থন করেছে, আবার কোনও দেশ ইউক্রেনকে। দুই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘেও উত্তেজনার পারদ চড়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও ভারত একমাত্র দেশ যারা দুই পক্ষের কাউকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করেনি। আর এই বিষয়টিই পছন্দ হয়েছে ডঃ মনমোহন সিংয়ের। তাঁর কথায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যেভাবে দেশ কোনও পক্ষ না নিয়ে নিজেদের অর্থনৈতিক স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, তা প্রশংসনীয়। এই অবস্থান একেবারে সঠিক বলেই তিনি মন্তব্য করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের যে কোনও দুটি শক্তিশালী দেশ যখন যুদ্ধ লিপ্ত হয় তখন অন্যান্য দেশের কাছে অবস্থান ব্যক্ত করাটা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে ভারত যেভাবে পরিস্থিতি সামলেছে তা যুক্তিপূর্ণ। 

একই সঙ্গে, দেশের মাটিতে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন হওয়ায় খুশি ডঃ মনমোহন সিং। তিনি জানিয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের স্বাগত জানানোর সুযোগ পেয়েছে ভারত। এটাই সবথেকে বড় ব্যাপার। তবে এক্ষেত্রে সরকারের কোনও কৃতিত্ব দেখেন না তিনি। জানান, ভারত একদিন সুযোগ পেতই। এখানে সরকারের আলাদা করে প্রশংসা পাওয়ার কোনও কারণই নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 8 =