প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর

নতুন বছরের শুরুতেই জীবন যুদ্ধের সেই লড়াইয়ে হেরে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

1d17f243f323e19f20dd81e228945647

নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই খারাপ খবর কংগ্রেস শিবির তথা দেশের রাজনৈতিক মহলের জন্য। প্রয়াত দেশের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা বুটা সিং। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। নতুন বছরের শুরুতেই জীবন যুদ্ধের সেই লড়াইয়ে হেরে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বর্ষীয়ান এই কংগ্রেস নেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইট করে তিনি জানান, “শ্রী বুটা সিং একজন অভিজ্ঞ প্রশাসক ছিলেন যিনি গরিবদের জন্য সব সময় আওয়াজ তুলেছেন। তার প্রয়াণের খবরে আমি গভীর মর্মাহত এবং শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে”। প্রসঙ্গত, প্রাথমিক রাজনৈতিক জীবন তিনি অকালি দলে কাটালেও পরবর্তী ক্ষেত্রে তিনি কংগ্রেসে যোগ দেন। ১৯৬২ সালে প্রথমবারের জন্য লোকসভায় নির্বাচিত হয়ে আসেন তিনি। পরবর্তী ক্ষেত্রে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

 

তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা হিসেবে মনে করা হয় বিধ্বস্ত স্বর্ণমন্দিরকে গড়ে তোলায় তাঁর অবদান। ‘অপারেশন ব্লু স্টার”-এর পর স্বর্ণমন্দির যেভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল তারপরে সেই মন্দির পুনরুদ্ধারের বুটা সিং-এর ভূমিকা ছিল অগ্রগণ্য। এছাড়া, অযোধ্যায় ইস্যুতে রাজস্থানের প্রাক্তন এই সংসদের ভূমিকা রয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *