নয়াদিল্লি: দেশের করোনাভাইরাস পরিস্থিতি যতদিন যাচ্ছে আরো বেশি জটিল আকার ধারণ করছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সিনেমা জগতের একের পর এক ব্যক্তিত্ব আক্রান্ত হচ্ছেন ভাইরাসে। দেশের সাধারণ মানুষের অবস্থা নিয়ে আলাদা ভাবে কিছু বলার নেই। দিনপ্রতি সংক্রমণ এবং মৃত্যুর হার ঘুম কেড়েছে প্রত্যেকের। বিগত কয়েকদিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, ভাইরাস আক্রান্ত হয়েছেন। বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কংগ্রেস প্রার্থীর। এবার ভাইরাস প্রাণ কেড়ে নিল সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত সিনহার। এদিন ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
জানা গিয়েছে, গতকাল তাঁর শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল। তারপর চিকিৎসার জন্য বেশি সময় পেলেন না তিনি। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল রঞ্জিত সিনহার। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরবর্তী ক্ষেত্রে গতকাল তার করোনাভাইরাস রিপোর্ট পজেটিভ আসে। অবশেষে জানা যায় ভাইরাস আক্রান্ত হওয়ার ফলেই মৃত্যু হয়েছে তাঁর। কর্মসূত্রে প্রাথমিক পর্যায়ে সাফল্য পেলেও শেষ পর্যায়ে এসে নিজের নামের স্বচ্ছতা বজায় রাখতে পারেননি তিনি। কারণ, ২০১৭ সালে শীর্ষ আদালতের তত্ত্বাবধানে কয়লা কেলেঙ্কারি কাণ্ডে তাঁর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছিল সিবিআই। কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্তদের সঙ্গে গোপনে বাড়িতে বৈঠকের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
প্রসঙ্গত, ১৯৭৪ সালের ব্যাচের আইপিএস অফিসার ছিলেন রঞ্জিত সিনহা। পরে তার আগে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং রেল সুরক্ষা দলের মুখ্য অফিসার ছিলেন তিনি। ২০১২ সালে ২ বছরের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকর্তা হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে।