ভোট গণনায় EVM কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগ

নয়াদিল্লি: চলছে লোকসভা ভোটের গণনা৷ গোটা দেশজুড়ে ট্রেন্ড পরিস্কার৷ এখনও পর্যন্ত গোটা দেশে বিজেপি ৩৫২টি আসনে এগিয়ে৷ কংগ্রেস জোটে ৮৯ আসনে এগিয়ে৷ অন্যান্য ১০১টি আসনে এগিয়ে৷ দেশজুড়ে যখন গেরুয়া ঝড় উঠেছে, ঠিক তখনই EVM কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসর৷ ইভিএম কেলেঙ্কারির অভিযোগ তুলে ফল প্রকাশের দিনই নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন উত্তর মুম্বইয়ের লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী

ভোট গণনায় EVM কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগ

নয়াদিল্লি: চলছে লোকসভা ভোটের গণনা৷ গোটা দেশজুড়ে ট্রেন্ড পরিস্কার৷ এখনও পর্যন্ত গোটা দেশে বিজেপি ৩৫২টি আসনে এগিয়ে৷ কংগ্রেস জোটে ৮৯ আসনে এগিয়ে৷ অন্যান্য ১০১টি আসনে এগিয়ে৷ দেশজুড়ে যখন গেরুয়া ঝড় উঠেছে, ঠিক তখনই EVM কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেসর৷

ইভিএম কেলেঙ্কারির অভিযোগ তুলে ফল প্রকাশের দিনই নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন উত্তর মুম্বইয়ের লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর৷ ইভিএম প্রতিস্থাপনের দাবিতে এদিন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন ঊর্মিলা৷ টুইটে কেলেঙ্কারির অভিযোগ তুলে ঊর্মিলা লেখেন, মগথানে ইভিএমের ১৭সি ফর্মে প্রার্থীর স্বাক্ষরের সঙ্গে মেশিন নম্বরের কোনও মিল নেই৷ আর এই অভিযোগের ভিত্তিতেই কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি৷

ভোট গণনায় দেখা গিয়েছে, ভারতীয় জনতা পার্টির বর্তমান সংসদ সদস্য গোপাল শেট্টীর প্রাপ্ত ভোট ২ লক্ষ ০১ হাজার ৭৬৭টি৷ যেখানে ঊর্মিলার প্রাপ্ত ভোট ৬৯,৩৭০৷ প্রথম থেকেই এই দুই প্রার্থীর লড়াইকে ফিল্মস্টার বনাম রোড স্টারের লড়াই বলে আখ্যা দেওয়া হয়েছিল৷ কিন্তু, তারপরই এই ফলাফল স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলছে ইভিএম ব্যবস্থার উপর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =