ইভিএম কারচুপির অভিযোগে সংসদে প্রথম ধর্না তৃণমূলের

কলকাতা: দেশের গণতন্ত্র বাঁচাতে ব্যালট ফারানোর দাবি তুলে আগেই তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার গোটা দেশজুড়ে ব্যালট ফেরানোর দাবি জানিয়ে সপ্তদশ সংসদ অধিবেশনের এই প্রথম ধর্নায় বসলেন তৃণমূল সংসদরা৷ সোমবার অধিবেশ শুরু আগে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে টানা ১৫ মিনিট বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা৷ বুকে-হাতে প্লাকার্ডে লেখা হয়, ‘ইভিএম নয়, ব্যালট চাই৷’ ইভিএমে কারচুপির

ইভিএম কারচুপির অভিযোগে সংসদে প্রথম ধর্না তৃণমূলের

কলকাতা: দেশের গণতন্ত্র বাঁচাতে ব্যালট ফারানোর দাবি তুলে আগেই তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার গোটা দেশজুড়ে ব্যালট ফেরানোর দাবি জানিয়ে সপ্তদশ সংসদ অধিবেশনের এই প্রথম ধর্নায় বসলেন তৃণমূল সংসদরা৷ সোমবার অধিবেশ শুরু আগে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে টানা ১৫ মিনিট বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা৷ বুকে-হাতে প্লাকার্ডে লেখা হয়, ‘ইভিএম নয়, ব্যালট চাই৷’ ইভিএমে কারচুপির অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে৷

লোকসভা ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ইভিএমে দেশের রায় তৃণমূল মানবে না৷ কারণ, ইভিএমে কারসাজি হয়েছে৷ আর সেই কারণে তিনি ফের ব্যালট ফিরিয়ে আনার ডাক দেন৷ ইভিএম কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে সত্যতা যাচাই কমিটি গঠন করাও ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী৷

গত ৩ জুন বিজেপির বিরুদ্ধে সরাসরি ইভিএম কারচুপির অভিযোগ তোলেন মমতা৷ বলেন, ‘‘আম টাকা দিয়ে ভোট কেনা হয়েছে৷ ইভিএমে এবার কারসাজি করা হয়েছে৷ ইভিএমের এই রায় আমরা মানি না৷’’ সাফ জানিয়ে দেন, ‘‘আমরা ভোটের আগেই ব্যালট ফেরানোর দাবি জানিয়েছিলাম৷ কিন্তু, তা করানো হয়নি৷ সুপ্রিম কোর্টেও যাওয়া হয়৷ আমরা চাই, ইভিএম নয়, ব্যালট ফেরানো হোক৷ ব্যালট ফেরানোর দাবিতে আমরা বাংলা সহ গোটা দেশে আন্দোলন করব৷ ২১ জুলাই পর্যন্ত ব্যাটল ফেরানোর দাবিতে বাংলাজুড়ে জনসংযোগ যাত্রা শুরু হবে৷ তারপর দেশেজুড়ে গণতন্ত্র বাঁচানোর কর্মসূচি চলবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =