ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানালেন সেনা প্রধান নারাভানে

ভারত-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানালেন সেনা প্রধান নারাভানে

ef3dc82302f2560317ca712cb75399eb

নয়াদিল্লি: মে মাসের শুরুর দিক থেকে পূর্ব লাদাখ সীমান্তের প্যাংগং লেক এলাকায় দু’দেশের সেনা মোতায়েন ঘিরে ভারত ও চিনের মধ্যে উত্তেজনার পারদ চরতে থাকে৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন ঘিরে উত্তেজনা কমাতে সম্প্রতি দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ের বৈঠকও শুরু হয়েছে৷ শনিবার সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে জানান, ভারত-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যা দূর করা হবে৷ 

দেশবাসীর উদ্দেশ্যে এদিন সেনা প্রধান বলেন, ‘‘আমি সকলকে আশ্বস্ত করে বলছি, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে৷ দুই দেশের মধ্যে কমান্ডার স্তরে  দ্বিপাক্ষিক আলোচনা চলছে৷’’ সেনাপ্রধান নারাভানে আরও বলেন, ‘‘দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে একাধিক বৈঠক হয়েছে এবং আগামী দিনেও বৈঠক হবে৷ আশা করি আলোচনার মধ্যে দিয়েই সমস্ত মতানৈক্য দূর হবে৷’’

জম্মু-কাশ্মীরে জঙ্গিদমনে ভারতীয় সেনা জওয়ানদের সাফল্য প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘‘জম্মু-কাশ্মীরে সকল নিরাপত্তাবাহিনীর জওয়ানরা দক্ষতার সঙ্গে এক হয়ে কাজ করছে৷ সেই কারণেই তারা সফল হয়েছে৷’’ স্থানীয় মানুষ জঙ্গিদের খবর দেওয়ায় আরও বেশিভাবে জঙ্গিদমন সম্ভব হয়েছে বলেও জানান সেনাপ্রধান৷ 

অন্যদিকে সূত্রের খবর, শুক্রবার পূর্ব লাদাখ সীমান্ত ছাড়াও লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণরেখা জুড়ে থাকা সিকিম, উত্তরাখণ্ড এবং অরুণাচলপ্রদেশের অন্যান্য সংবেদশীল এলাকাগুলিতে সেনা স্তরে বৈঠকগুলি পর্যালোচনা করে দেখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ সীমান্তের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে রাজনাথ সিংকে এই বিষয়ে বিস্তারিত জানান সেনা প্রধান এমএম নারাভানে৷ বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং এবং বায়ুসেনা প্রধান মার্শাল আরকেএস ভাদোরিয়া৷ 

লাদাখ, সিকিম ও অরুণাচলে ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নির্ধারণ নিয়ে ভারত-চিন বিবাদ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার লাদাখ সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ গত মে মাসে পূর্ব লাদাখের প্যাংগং লেক এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দু’দেশের সেনা জওয়ানদের মধ্যে হাতাহাতির খবর মেলে৷ তার পর থেকেই সীমান্তে সেনা মোতায়েন শুরু করে উভয় দেশ৷ ভারতের অভিযোগ, চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার জেরেই বিবাদ শুরু হয়। চিনের তরফেও পাল্টা একই অভিযোগ তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *