দান কখনও ছোট-বড় হয় না, ৫০১ টাকা অনুদান দেওয়া যুবককে প্রশংসা মোদির

দান কখনও ছোট-বড় হয় না, ৫০১ টাকা অনুদান দেওয়া যুবককে প্রশংসা মোদির

নয়াদিল্লি:  কোনও কাজের উদ্দেশ্য মহৎ হলে সাধ্যমত নিজেকে সেই কাজে যুক্ত করাটাই বড় কথা। সেখানে কম-বেশি তুলনা করার অর্থ সেই মহৎ উদ্দেশ্যকেই খাটো করে। করোনা মোকাবিলায় এই মুহুর্তে এই চরম সত্যিটা উপলব্ধি করতে পারছেন বিশ্ব সমাজের প্রতিটি স্তরের মানুষ।

মানুষের পাশে দাঁড়াতে তাই মানুষেরই স্মরণাপন্ন হয়েছেন দেশ তথা রাজ্যগুলির সরকার। মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সরকারি বরাদ্দ কম পড়তে পারে, এই আশঙ্কায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগেই উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের সুরক্ষা তহবিলে অনুদানের আবেদন জানিয়েছেন রাজ্যবাসীর কাছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সরকারি সুরক্ষা তহবিলে অনুদানের জন্য আহ্বান জানিয়েছেন জনসাধারণের কাছে। সেই আহ্বানে ব্যাপকভাবে সাড়াও দিয়েছেন সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ। পিএম কেয়ার ফান্ডে ৫০১টাকা অনুদান দিয়েছেন এক ব্যক্তি। এরপর এবিষয়ে একটি টুইটে তিনি লিখেছেন “খুবই সামান্য অনুদান”। উত্তরে রিটুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন “এখানে ছোট-বড় কোনো বিষয় নয়। প্রতিটি একক অবদান গুরুত্বপূর্ণ। এরমধ্যে দিয়ে কোভিড-১৯ কে পরাজিত করার আমাদের সম্মিলিত সংকল্প পরিলক্ষিত হচ্ছে।”