অবশেষে খোঁজ মিলল সিসিডি’র মালিকের নিথর দেহ

ম্যাঙ্গালুরুর: নিখোঁজ থাকার প্রায় ৪৮ ঘণ্টা পর অবশেষে উদ্ধার ক্যাফে কফি ডে’র মালিক ভিজি সিদ্ধার্থের দেহ৷ কর্ণাটকের ম্যাঙ্গালুরুর একটি ব্রিজ থেকে নিখোঁজ হয়ে যান তিনি৷ পরে আজ নেত্রবতী নদী থেকে সিসিডি’র মালিকের খুঁজে পান উদ্ধারকারী দল৷ সিসিডির মালিক সিদ্ধার্থের গাড়ির চালক বাসবরাজ পাতিল জানিয়েছিলেন, তাঁরা টয়োটা ইনোভা গাড়িতে বেঙ্গালুরু থেকে সাকলেসপুরে যাচ্ছিলেন৷ কিন্তু, সিদ্ধার্থ হঠাৎই

অবশেষে খোঁজ মিলল সিসিডি’র মালিকের নিথর দেহ

ম্যাঙ্গালুরুর: নিখোঁজ থাকার প্রায় ৪৮ ঘণ্টা পর অবশেষে উদ্ধার ক্যাফে কফি ডে’র মালিক ভিজি সিদ্ধার্থের দেহ৷ কর্ণাটকের ম্যাঙ্গালুরুর একটি ব্রিজ থেকে নিখোঁজ হয়ে যান তিনি৷ পরে আজ নেত্রবতী নদী থেকে সিসিডি’র মালিকের খুঁজে পান উদ্ধারকারী দল৷

সিসিডির মালিক সিদ্ধার্থের গাড়ির চালক বাসবরাজ পাতিল জানিয়েছিলেন, তাঁরা টয়োটা ইনোভা গাড়িতে বেঙ্গালুরু থেকে সাকলেসপুরে যাচ্ছিলেন৷ কিন্তু, সিদ্ধার্থ হঠাৎই ম্যাঙ্গালুরুর দিকে গাড়ি ঘোরাতে বলেন৷ উল্লাল ব্রিজের ওপর গাড়ি থেকে নেমে যান তিনি৷ পর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি৷ কিছুদিন আগেই সিদ্ধার্থ তাঁর বোর্ড সদস্য ও কর্মচারীদের উদ্দেশে লেখা একটি চিঠিতে আয়কর অফিসারের হাতে হয়রানি ও ব্যবসা লাভজনক না হওয়ায়  দুঃখপ্রকাশ করেন৷ বছর ৬০-এর ব্যবসায়ীর খোঁজে মঙ্গলবার থেকে শুরু হয় অভিযান৷ বুধবার পাওয়া গিয়েছে তাঁর দেহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 1 =