নথি না থাকলেও মিলবে নাগরিকত্ব! ঘোষণা অমিত শাহের

নয়াদিল্লি: ভারতীয় নাগরিকত্ব পেতে অমুসলিম শরণার্থীদের লাগবে না কোনও রেশন কার্ড৷ কোনও পরিচয়পত্র না থাকলেও নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে৷ শরণার্থী হলেই অনুপ্রবেশ সংক্রান্ত সমস্ত মামলাও তুলে নেওয়া হবে৷ আজ সোমবার সংসদের দ্বিতীয় অর্ধের অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস, এই বিলের ফলে বাংলার শরণার্থীদের কোন

নথি না থাকলেও মিলবে নাগরিকত্ব! ঘোষণা অমিত শাহের

নয়াদিল্লি: ভারতীয় নাগরিকত্ব পেতে অমুসলিম শরণার্থীদের লাগবে না কোনও রেশন কার্ড৷ কোনও পরিচয়পত্র না থাকলেও নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে৷ শরণার্থী হলেই অনুপ্রবেশ সংক্রান্ত সমস্ত মামলাও তুলে নেওয়া হবে৷ আজ সোমবার সংসদের দ্বিতীয় অর্ধের অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস, এই বিলের ফলে বাংলার শরণার্থীদের কোন ভয়ের কারণ নেই৷ বাংলার শরণার্থীরা আতঙ্কিত হবেন না৷ প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন৷ বাংলার সাংসদরা বিলকে সমর্থন করুন৷ কারণ এই বিল শুধুমাত্র শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করবে৷ এর জন্য কোন ধরনের সমস্যা হবে না বলেও জানিয়েছেন তিনি৷

নাগরিকত্ব সংশোধনী বিল পেশের জন্য আজ সকালে সম্মত্তি দেয় লোকসভা৷ বিলের পক্ষে ভোট পড়েছে ২৯৩টি৷ বিপক্ষে ৮২টি ভোট৷ লোকসভায় অনুমোদন পাওয়া পর বিল নিয়ে শুরু হয়েছে আলোচনা৷ লোকসভায় বিল পেশের সময় বিরোধীদের প্রবল বিদ্রোহের মুখে পড়ে বারবার ভাষণ থমকে বাধ্য হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিরোধীদের হুঁশিয়ারি ছুড়ে অমিত শাহের মন্তব্য, ‘‘আমরা ক্ষমতায় এসেছি৷ বিরোধীদের পাঁচ বছর শুনতে হবে আমাদের কথা৷’’

বিলের স্বপক্ষে বলতে গিয়ে অমিত সাহা বলেন, কংগ্রেস ধর্মের নামে দেশ ভাগ করেছিল৷ কংগ্রেস ধর্মের নামে দেশ ভাগ না করলে আজ এই বিল আনার প্রয়োজন ছিল না৷’’ এই পাল্টা আওয়াজ তোলে কংগ্রেস৷ পরে অমিত শাহ বলেন, ‘‘১৯৭১সালে বাংলাদেশ থেকে আসা মানুষদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ইন্দ্রা গান্ধি৷ কিন্তু তখন কেন পাকিস্তানের জন্য নাগরিকত্ব দেওয়া হয়নি৷’’

অমিত শাহের আরও দাবি, ‘‘এই বিল সংবিধান অনুচ্ছেদের ১৪ নম্বর ধারা লঙ্ঘন করা হচ্ছে না৷ বিলে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হচ্ছে না৷ কোনও ধর্মের মানুষের কাছে এটা সমস্যা হবে না৷’’ সংখ্যালঘুদের বিরুদ্ধে এই বিল আনা হচ্ছে না বলেও জানিয়েছেন অবস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 7 =