লখনউ: ফের বিপাকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার পুলিশকর্মীদের মেসের খাবার নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশের এক পুলিশকর্মী। পুলিশ কর্মীদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে। ওই পুলিশকর্মীর অভিযোগ, পুলিশ মেসে তাঁদের দুবেলা যে খাবার দেওয়া হয় তা পশুরও অযোগ্য। ওই খাবার কোন কুকুরও খেতে পারবে না বলে দাবি করেন ওই পুলিশকর্মী। সম্প্রতি খাবার হাতে নিয়ে কাঁদতে কাঁদতে এই সমস্ত তথ্যই দেশের মানুষের সামনে তুলে ধরেছেন ওই পুলিশ আধিকারিক। ইতিমধ্যেই ওই পুলিশকর্মীর অভিযোগের ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁর অভিযোগ, পুলিশ আধিকারিকদের কাছে এ বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও কোন লাভ হয়নি। তাই শেষমেষ ওই পুলিশকর্মী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন ভিডিওটির মাধ্যমে।
ঘটনাটি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের পুলিশ মেসের। ওই মেসের সামনেই খাবারের থালা হাতে নিয়ে হাপুস নয়নে কাঁদতে দেখা গিয়েছে এক পুলিশকর্মীকে। মনোজ কুমার নামে ওই পুলিশকর্মীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই পুলিশ মেসে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। তিনি জানিয়েছেন, জলের মতো পাতলা ডাল এবং কাঁচা রুটি প্রত্যেকদিন খেতে দেওয়া হয় তাঁদের। এই ব্যপারে উরদ্ধতন কর্তৃপক্ষের পুলিশ আধিকারিকদের কাছে বহুবার অভিযোগ জানানো হয়েছে। কিন্তু তারপরেও সমস্যার কোন সুরাহা হয়নি বলেই অভিযোগ ওই পুলিশকর্মীর। একই সঙ্গে ভিডিওতে তিনি সিনিয়র সুপারেনডেন্ট অফ পুলিশের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগও এনেছেন। তাঁর কথায়, ‘১২ ঘণ্টা ধরে কাজ করার পরে এই খাবার দেওয়া হয় একজন পুলিশকর্মীদের। একটা কুকুরকে ওই খাবার দিলে সেও খাবে না। গোটা বিষয়টি পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের একটা দুর্নীতি। তাঁরা ইচ্ছে করেই প্রত্যেকদিন এমন নিম্নমানের খাবার দিচ্ছে।’
ওই ভিডিওতে কাঁদতে কাঁদতে মনোজ আরো জানিয়েছেন, খাবারের মান নিয়ে প্রতিবাদ করায় তাঁর চাকরি কেড়ে নেওয়ার পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে মেস ম্যানেজারের পক্ষ থেকে। তাঁর কথায়, ‘আমরা কি করে এমন খাবার খাব? পেটে যদি খাবার না থাকে তাহলে কাজ করবো কি করে?’ এখানেই শেষ নয়, ওই ভিডিওতে মনোজ গোটা বিষয়টি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জানিয়েছেন এবং তাঁর কাছেও পুলিশকর্মীদের পুষ্টিকর খাবার দেওয়ার আবেদন জানিয়েছেন।