প্রয়াত ETV NEWS-এর মালিক রামোজি রাও, শূন্য রামোজি ফিল্ম সিটি

ETV NEWS ৮৭ বছর বয়সে চলে গেলেন রামোজি ফিল্ম সিটি তথা প্রয়াত ইটিভি নেটওয়ার্কের প্রধান রামোজি রাও। শনিবার ভোর ৩টে ৪৫ নাগাদ প্রয়াত হন তিনি৷…

etv news ramoji rao

ETV NEWS

৮৭ বছর বয়সে চলে গেলেন রামোজি ফিল্ম সিটি তথা প্রয়াত ইটিভি নেটওয়ার্কের প্রধান রামোজি রাও। শনিবার ভোর ৩টে ৪৫ নাগাদ প্রয়াত হন তিনি৷ হায়দরাবাদের একটি বেসরকারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামোজি রাও৷ গত ৫ জুন থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা ভর্তি ছিলেন হাসপাতালে৷ এদিন ভোরে চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফলে যায়৷ প্রয়াত হন তিনি৷

ETV Network

রামোজি ফিল্ম সিটির প্রধান রামোজি রাওয়ের মৃত্যুতে ইতিমধ্যেই শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সমাজের বিশিষ্টজনেরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাবেক টুইটার শ্রদ্ধাজ্ঞাপন করেছেন৷ নমো লিখেছেন, রামোজি রাও ছিলেন দূরদর্শী মানুষ৷ ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন বলেও দাবি প্রধানমন্ত্রীর। ভারতীয় সংবাদমাধ্যম এবং চলচ্চিত্র জগতেও ছিল রামোজি রাওয়ের বিশেষ অবদান!

Ramoji Film City

দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লিখেছেন, রামোজি রাও বিশেষত আঞ্চলিক সাংস্কৃতিক-যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে একজন পথপ্রদর্শক ছিলেন৷ শোকাহত বর্ষীয়ান বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি৷ তাঁর দাবি, তেলুগু সংবাদমাধ্যমে তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়৷

Ramoji Rao passes away

বাংলা সংবাদমাধ্যমের ইতিহাসেও বিশেষ অবদান রেখে গিয়েছেন রামোজি রাও৷ ইটিভি বাংলায় সম্প্রচারিত ৫মিনিট ও ৩০মিনিটের নিউজ বুলেটিন ছিল অত্যন্ত জনপ্রীয়৷ পরে সর্বক্ষণের জন্য ইটিভি বাংলা, বাংলা সংবাদমাধ্যমে উপহার দিয়েছিল ইটিভি নিউজ বাংলা৷ ইটিভি নিউজ শুরুর দিকে বিপুল জনপ্রিয় হয়ে উঠলেও সেই ধারা বেশিদিন স্থায়ী হয়নি৷

বিজেপিতে তো বটেই, গোটা NDA জোটে নেই কোনও সংখ্যালঘু সাংসদ!

দলের মধ্যেই দল পাকানোর চেষ্টায় অভিষেক? চিন্তা বাড়বে কংগ্রেসের

রাহুলের চোখ দিয়ে রাজনীতি দেখবে ভারতবাসী! নতুন দিন শুরু

NationalRamoji Rao, owner of ETV News and a prominent media baron, passes away. Read more about his life and legacy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *