হারানো চাকরি ফিরে পেতে সংস্থার ডেটা হ্যাক, শ্রীঘরে ইঞ্জিনিয়ার যুবক

হারানো চাকরি ফিরে পেতে সংস্থার ডেটা হ্যাক, শ্রীঘরে ইঞ্জিনিয়ার যুবক

নয়াদিল্লি: কোভিড সংক্রমণ রুখতে জারি হওয়া দীর্ঘ  লকডাউনে কাজ গিয়েছে বহু মানুষের৷ এই তালিকায় ছিলেন দিল্লির ওল্ড মৌজাপুরের বাসিন্দা বিকাশ শর্মাও৷ সকলে যখন অসহায় হয়ে বেকারত্বের জ্বালা সহ্য করছিলেন, তখন চাকরি ফিরে পেতে এক চরম পদক্ষেপ নিয়ে ফেলেন এই সফটওয়্যার ইঞ্জিনিয়র৷ অভিযোগ, পুরনো সংস্থার ডেটাবেস হ্যাক করে নির্দিষ্ট কিছু তথ্য মুছে দেন বিকাশ৷ এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার জানায় পুলিশ৷ 

ওই বেসরকারি সংস্থার সিইও-র অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ আইপি অ্যাড্রেস ট্র্যাক করে পুলিশ বিকাশের নাগাল পায় বলে জানান ডেপুটি কমিশনার অফ পুলিশ বিজয়ন্ত আর্য৷ বৃহস্পতিবার বিকাশ শর্মাকে গ্রেফতার করা হয়৷  

শর্মার ঝুলিতে রয়েছে এম.এসসি (আইটি)-র ডিগ্রি৷ ওই সংস্থায় সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়রের পদে কাজ করতেন তিনি৷ কিন্তু লকডাউনের সময় বেতন নিয়ে সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে তাঁর মতানৈক্যের পরই বিকাশকে অফিস থেকে ছাঁটাই করে দেওয়া হয়৷ এর পর থেকেই নতুন করে সংস্থায় মাথা গলানোর কৌশল খুঁজতে শুরু করেন বিকাশ৷ ডিসিপি জানান, ওই সংস্থায় আর্থিক সমস্যা সৃষ্টির জন্য ডেটাবেস হ্যাক করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেন তিনি৷ যাতে এই সমস্যা সমাধানের জন্য পুনরায় তাঁকে কাজে বহাল করতে বাধ্য হয় সংস্থার কর্তৃপক্ষ৷ যদিও তাঁর এই অভিসন্ধি পূরণ হয়নি৷

অভিযুক্ত জানিয়েছেন, তিনি তাঁর পুরনো সংস্থার ১৮ হাজার রোগীর তথ্য মুছে দিয়েছেন৷ এছাড়াও প্রায় ৩ লক্ষ রোগীর বিলিং-এর তথ্য মুছে ফেলেছেন৷ বদলে ২২ হাজার ভুল এন্ট্রি করে দিয়েছেন বিকাশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 20 =