এনকাউন্টারে ধর্ষক নিধনে কড়া বার্তা ‘বিরোধী’ মমতার!

কলকাতা: হায়দ্রাবাদে এনকাউন্টারের ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবস উপলক্ষে মেয়ো রোডে একটি জমকালো সভার আয়োজন করা হয়৷ সেই সংহতি দিবস মঞ্চ থেকেই হায়দ্রাবাদ এনকাউন্টারের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ সাফ জানিয়ে দেন, আইন হাতে তুলে নেওয়া উচিত নয়৷ এই রকম অপরাধের ঘটনায় দ্রুত চার্জশিট দাখিল করে

এনকাউন্টারে ধর্ষক নিধনে কড়া বার্তা ‘বিরোধী’ মমতার!

কলকাতা: হায়দ্রাবাদে এনকাউন্টারের ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবস উপলক্ষে মেয়ো রোডে একটি জমকালো সভার আয়োজন করা হয়৷ সেই সংহতি দিবস মঞ্চ থেকেই হায়দ্রাবাদ এনকাউন্টারের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷

সাফ জানিয়ে দেন, আইন হাতে তুলে নেওয়া উচিত নয়৷ এই রকম অপরাধের ঘটনায় দ্রুত চার্জশিট দাখিল করে দোষীদের আদালতে শাস্তি দিতে হবে৷ এই জন্য আনতে হবে করা আইন৷ কড়া আইন করে অভিযুক্তদের শাস্তি দিতে হবে৷ হায়দ্রাবাদ থেকে উন্নওয়ের ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উন্নাওয়ে নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টা ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি৷ একইসঙ্গে মালদহে, তরুণীকে পুরিয়ে মারার ঘটনা প্রসঙ্গে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

নাম না করে স্মৃতি ইরানিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপির একজন মন্ত্রী তার মাথা ঠিক নেই৷ আমি কি করতে পারি বলুন৷ আমি শুনেছি, মালদহে একটা ঘটনা ঘটেছে৷ মালদায় কী হচ্ছে, দেখে আসুন৷ ওখানকার ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সেখানে কি ঘটনা ঘটেছে সেটাকে তো জানতে হবে৷ আমাদের পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে৷ ধর্ষণের ঘটনা কিনা এটা আমাকে পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে হবে৷ তারপর আমি বলতে পারব৷ কারণ, আমি ওটা এখনও নিশ্চিত নই৷ কিন্তু মেয়েটা মারা গিয়েছে৷ এটা ঠিক৷ সেই জন্য যা যা ব্যবস্থা নেওয়ার, প্রত্যেকটা নেবে পুলিশ৷ এটা কী ঘটনা আমাদের দেখতে হবে৷ এই ঘটনায় আমরা লজ্জা পাই৷ কিন্তু মনে রাখবেন, কিছু কিছু বর্ডার এলাকায় এই ধরনের ঘটনা সংঘটিত হয়৷ সেই ঘটনাগুলি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + twelve =